Wednesday, October 22, 2025
HomeScrollশর্তসাপেক্ষ জামিনে মুক্ত বিরাট ফ্যান ঋতুপর্ণ

শর্তসাপেক্ষ জামিনে মুক্ত বিরাট ফ্যান ঋতুপর্ণ

ওয়েব ডেস্ক: বিরাটের পা ছোঁয়ার অপরাধে গ্রেফতার হয়েছিল পূর্ব বর্ধমানের যুবক ঋতুপর্ণ পাখিরা। তবে এবার শর্তসাপেক্ষ জামিনে মুক্ত পেল সে।

ঠিক কী হয়েছিল?

আরও পড়ুন: বিরাটের পা ছোঁয়ার অপরাধ! গ্রেফতার পূর্ব বর্ধমানের যুবক

শনিবার থেকে শুরু হয় আইপিএল ২০২৫। উদ্বোধনী ম্যাচ হয় কলকাতাতে। প্রথম ম্যাচ কলকাতা নাইট রাইডার্স ভার্সেস রোয়াল চ্যালেঞ্জারস ব্যাঙ্গালুরু। আর সেই ম্যাচেই নিরাপত্তাবেষ্ঠনী ভেঙে মাঠে ঢুকে পড়ে একজন দর্শক। দর্শকাসন থেকে সোজা বিরাট কোহলির পায়ে গিয়ে পড়েন তাঁর এই ভক্ত। বিরাটও তাঁকে ফিরিয়ে দেননি, দেননি ধমকও। বরং ভালোবাসা দিয়ে জড়িয়ে ধরেন নিজের ভক্তকে। শনিবারের ম্যাচে এই দৃশ্য অনেকেরই মন কেড়েছে। কিন্তু ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠায় এবং অনৈতিক কাজের জন্য যুবককে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর করা হয় গ্রেফতার।

তবে একদিনের মাথাতেই শর্তসাপেক্ষে জেল থেকে মুক্তি পেলেন ওই যুবক। সরকারি কর্মীকে কাজে বাধা দেওয়া, অপরাধমূলক অনুপ্রবেশ এবং অন্যের জীবন ও ব্যক্তিগত নিরাপত্তা বিঘ্নিত করার ধারায় মামলা হয় বিরাট ফ্যান ঋতুপর্ণ পাখিরা।

দেখুন অন্য খবর

Read More

Latest News