কলকাতা: দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana) ভাঙড়ে (Bhangar) ফের শ্রমিক হেনস্তার ঘটনা। অভিযোগ, নলমুড়ি সংলগ্ন অশোকা সু কোম্পানির কারখানায় বাংলায় কথা বলার ‘অপরাধে’ একাধিক স্থানীয় বাঙালি শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। শ্রমিকদের অভিযোগ, কোম্পানির নতুন ম্যানেজার অজয় শ্রীবাস্তব স্পষ্ট জানিয়ে দিয়েছেন— অবাঙালি শ্রমিকদেরই কাজে রাখা হবে, বাঙালি শ্রমিকদের আর রাখা হবে না।
এই ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় কারখানা চত্বরে। হঠাৎ ছাঁটাই ও হেনস্তার প্রতিবাদে শ্রমিকরা কারখানার বাইরে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভাঙড় থানার পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর নামে ‘মিথ্যাচার’, তোপ ব্রাত্য বসুর
ছাঁটাই হওয়া শ্রমিক মনিরুল মোল্লা জানান, “আমি বহুদিন ধরে এই কোম্পানিতে কাজ করছি। কিন্তু নতুন ম্যানেজার এসে বাংলায় কথা বলার কারণে আমাদের জানিয়ে দিলেন, কাজে আর আসতে হবে না। আমরা চাই ম্যানেজমেন্ট ওঁকে সরিয়ে দিয়ে আমাদের কাজে ফিরিয়ে নিক।”
অন্য শ্রমিক রাজিবুল মোল্লার অভিযোগ, “উত্তরপ্রদেশ থেকে আসা নতুন ম্যানেজার নিজের মতো করে কোম্পানি চালাচ্ছেন। অবাঙালি শ্রমিক এনে নিয়োগ করছেন। আমাদের মতো বাঙালিদের বলছেন কাজে রাখা হবে না। আমরা চাই জিএমকে পদ থেকে সরানো হোক।”
ঘটনা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলেও প্রতিক্রিয়া শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লা বলেন, “শ্রমিকরা অভিযোগ করেছেন, বাংলায় কথা বলার কারণেই তাঁদের ছাঁটাই করা হয়েছে। তবে কোম্পানির দাবি, শ্রমিকরা নির্দিষ্ট কাজ সঠিকভাবে না করায় পদক্ষেপ নেওয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যদি প্রমাণ হয় যে বাংলা ভাষার কারণে শ্রমিকদের ছাঁটাই করা হচ্ছে, তাহলে বৃহত্তর আন্দোলনে নামা হবে।”
কিছুদিন আগেই ভিনরাজ্যে বাঙালি শ্রমিকদের উপর হেনস্তার প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজপথে নেমেছিলেন। অথচ এবার রাজ্যের মাটিতেই বাংলায় কথা বলার কারণে শ্রমিকদের এমন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। প্রশ্ন উঠছে— *তাহলে বাংলায় বাংলার শ্রমিকরাই কি নিরাপদ নন?*
দেখুন আরও খবর: