Wednesday, September 10, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeহেডিংলিতে টসে হেরে ভারতের ব্যাটিং, সাই সুদর্শনের অভিষেক

হেডিংলিতে টসে হেরে ভারতের ব্যাটিং, সাই সুদর্শনের অভিষেক

স্পোর্টস ডেস্ক: অধিনায়ক হিসেবে কেরিয়ারের প্রথম টেস্টে টসে হেরে গেলেন শুভমান গিল (Shubman Gill)। বেন স্টোকস (Ben Stokes) টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন। ভারতের হয়ে অভিষেক ঘটল তামিলনাড়ুর তরুণ বাঁ-হাতি ব্যাটার সাই সুদর্শনের (Sai Sudarshan)। তিনি আশা করা যায় তিন নম্বরে ব্যাট করবেন। সুদর্শনের হাতে ভারতের জাতীয় দলের ক্যাপ তুলে দিলেন প্রাক্তন ফার্স্ট ডাউন ব্যাটার চেতেশ্বর পুজারা (Cheteshwar Pujara)।

ওপেন করছেন যশস্বী জয়সওয়াল (Yashavi Jaiswal) এবং কে এল রাহুল (KL Rahul)। তিনে সুদর্শন, চারে অধিনায়ক গিল। পাঁচ এবং ছয়ে ঋষভ পন্থ এবং করুণ নায়ার। বাংলার হয়ে খেলা টপ অর্ডার ব্যাটার অভিমন্যু ঈশ্বরনের অপেক্ষা আর বাড়ল।

আরও পড়ুন: মেসির জাদু অব্যাহত, ক্লাব বিশ্বকাপে মায়ামির ঐতিহাসিক জয়  

 

বোলিং বিভাগে একমাত্র স্পিনার হিসেবে আছেন রবীন্দ্র জাদেজা যিনি অলরাউন্ডারও, ব্যাট করবেন সাত নম্বরে। পেসার অলরাউন্ডার শার্দূল ঠাকুর আট নম্বরে নামবেন। নয়, দশ এবং এগারো নম্বরে যথাক্রমে প্রসিদ্ধ কৃষ্ণ, জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) এবং মহম্মদ সিরাজ।

হেডিংলি টেস্টে ভারতের একাদশ: যশস্বী জয়সওয়াল, কে এল রাহুল, সাই সুদর্শন, শুভমান গিল (অধিনায়ক), করুণ নায়ার, ঋষভ পন্থ (সহ-অধিনায়ক ও উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, প্রসিদ্ধ কৃষ্ণ, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ।  

দেখুন অন্য খবর:

Read More

Latest News