Wednesday, August 27, 2025
HomeIPL 2025ঝোড়ো শুরু সত্ত্বেও ২০০ করতে পারল না KKR

ঝোড়ো শুরু সত্ত্বেও ২০০ করতে পারল না KKR

কলকাতা: পাওয়ার প্লে-র প্রথম তিন ওভারে কলকাতা নাইট রাইডার্সের মাত্র ৯ রান উঠল। একটা চার মেরে আউট ওপেনার কুইন্টন ডি-কক। জশ হ্যাজলউডদের বলের বাউন্স দেখে মনে হচ্ছিল ইডেন গার্ডেন্স নয়, খেলা হচ্ছে পার্থের পিচে। দলের নতুন অধিনায়ক অজিঙ্ক্য রাহানে দুটো বল দেখলেন, তারপরেই সবাইকে ইডেনে ফিরিয়ে আনলেন। সুনীল নারিনকে নিয়ে পরের তিন ওভারে তুললেন ৫১। অর্থাৎ পাওয়ার প্লে-তে উঠল কাঁটায় কাঁটায় ৬০।

রাহানে-নারিন জুটি ৯.৫ ওভার পর্যন্ত ঝড় চালাল। দশম ওভারের শেষ বলে ক্যারিবিয়ান অলরাউন্ডার আউট হলেন। ২৬ বলে ৪৪ করলেন তিনি। অধিনায়ক ৩১ বলে ৫৬ করে প্যাভিলিয়নের পথ ধরলেন। দ্রুত আউট হলেন রাহানের ডেপুটি ভেঙ্কটেশ আইয়ারও (৭ বলে ৬)। এই সময়টা কিছুটা চাপে পড়েছিল কেকেআর। ক্রুনাল পান্ডিয়ার সাহায্যে কিছুটা ম্যাচে ফিরছিল আরসিবি। রাহানে, আইয়ার এবং রিঙ্কুকে ফেরালেন তিনি।

আরও পড়ুন: আইপিএলের মঞ্চে শাহরুখ বোঝালেন ক্রিকেট দুনিয়ায় কিং কোহলিই

এরপর আন্দ্রে রাসেলকে ফেরালেন গত বছর কেকেআর-এ খেলা সুযশ শর্মা। একটা সময় ২০০ পার অনায়াস মনে হচ্ছিল, কিন্তু রাসেলের পতনে আবার চাপে পড়ে নাইট শিবির। স্পিনারদের দাপটে রান ওঠার গতি কমে গেল। তবে তরুণ অঙ্গকৃশ রঘুবংশী ফের প্রতিভার ঝলক দেখালেন। স্লগ নয়, খাঁটি ক্রিকেটীয় শট খেলে বাউন্ডারি মারলেন। কিন্তু মোক্ষম সময়ে আউট হয়ে গেলেন। ২০ ওভারে শেষ পর্যন্ত ১৭৪ করল কেকেআর। এবার দায়িত্ব বোলারদের।

Read More

Latest News