Thursday, January 15, 2026
Homeটেস্ট বিশ্বকাপ ফাইনাল কেন শুধু ইংল্যান্ডে! মুখ খুললেন কামিন্স  

টেস্ট বিশ্বকাপ ফাইনাল কেন শুধু ইংল্যান্ডে! মুখ খুললেন কামিন্স  

স্পোর্টস ডেস্ক: বৃহস্পতিবার (১১ জুন) বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (WTC Final 2025) মুখোমুখি দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া (SA vs AUS)। লাল বলের বিশ্বকাপের সেরার লড়াই হবে ক্রিকেটের মক্কা লর্ডসে (Lord’s)। এর আগের দুটো ফাইনাল হয়েছিল যথাক্রমে সাউদাম্পটন এবং ওভালে। তিনটে মাঠই ইংল্যান্ডে (England) এবং মজার ব্যাপার, ইংল্যান্ড একবারও ফাইনালে উঠতে পারেনি। এই নিয়ে একাধিকবার প্রশ্ন উঠেছে। কেন শুধু ইংল্যান্ডই এই ম্যাচ আয়োজনের সুযোগ পাবে, প্রশ্ন করেছে অন্যান্য দেশ।

অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins) এ নিয়েই বড় মন্তব্য করলেন। তাঁর মতে আগেরবারের চ্যাম্পিয়নদের মাঠে পরের ফাইনাল হওয়া উচিত। ফাইনালের আগের দিন সাংবাদিক বৈঠকে কামিন্স বলেন, “খরচের কথা ভাবলে একটা ভেন্যু হওয়া সবথেকে সহজ বিকল্প। তবে আগেরবারের জয়ীরা পরেরবার আয়োজনের দায়িত্ব পেলে ব্যাপারটা ভালো হয়। তবে তার বদলে প্রত্যেকবার শুধু লর্ডসে হওয়াটাও খারাপ নয়।”

আরও পড়ুন: ‘ব্যতিক্রমী’ বছরে টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতবে দঃ আফ্রিকা?

আগের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতকে হারিয়ে ট্রফি জিতেছিল অস্ট্রেলিয়া। কামিন্সের প্রস্তাব অনুযায়ী এবারের ফাইনাল অস্ট্রেলিয়ার মাটিতে হতে পারত। তবে এ নিয়ে খুব বেশি বিতর্ক উসকে দিতে চাননি অজি অধিনায়ক।

লর্ডসে কামিন্সের দল জিতলে তারাই প্রথম দল হিসেবে এই ট্রফি জিতবে। তবে কামিন্সের কাছে ২০২৩ বিশ্বকাপ জয় সবার উপরে। তিনি বলেন, “২০২৩ বিশ্বকাপ জয়কে হারানো কঠিন, আমার কাছে ওটাই এক নম্বরে থাকবে। শেষ চারটে বছর এই গ্রুপটার জন্য খুবই সফলতা এসেছে। আমাদের খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফের কেরিয়ারের একটা বড় অংশ এই সময়ে কেটেছে।”

দেখুন অন্য খবর:

Read More

Latest News