Thursday, September 25, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeরোনাল্ডোর গোলে জার্মানিকে হারিয়ে নেশনস লিগের ফাইনালে পর্তুগাল

রোনাল্ডোর গোলে জার্মানিকে হারিয়ে নেশনস লিগের ফাইনালে পর্তুগাল

স্পোর্টস ডেস্ক: ৪০ বছর বয়স হয়ে গিয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo)। এর থেকে অনেক কম বয়সে বহু ফুটবলার অবসর নিয়ে ফেলেছেন, কেউ কোচিংয়ে ভবিষ্যত খুঁজে নিয়েছেন। কিন্তু রোনাল্ডো এখনও খেলছেন এবং গোল করছেন। বুধবার রাতে উয়েফা নেশনস লিগের (UEFA Nations League) সেমিফাইনালে আন্তর্জাতিক কেরিয়ারের ১৩৭তম গোলটি করে ফেললেন পর্তুগিজ মহাতারকা। তাঁর গোলেই জার্মানিকে ২-১ হারিয়ে নেশনস লিগের ফাইনালে উঠল পর্তুগাল।

মিউনিখের মাঠে মুখোমুখি হয়েছিল ইউরোপের দুই হেভিওয়েট দেশ। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় জার্মানি (Germany)। গোল করেন ফ্লোরিয়ান রিট্‌জ। গোলশোধের জন্য মরিয়া হয়ে ওঠে পর্তুগিজরা। ৬৩ মিনিটে সমতা ফিরল। বক্সের বাইরে থেকে ফ্রান্সিস্কো কোয়েন্সিকাওয়ের বাঁ খাওয়ানো শট জার্মান গোলকিপার টের স্টেগেনের হাতের নাগাল পেরিয়ে জালে জড়িয়ে যায়।

আরও পড়ুন: বেঙ্গালুরুতে বিপর্যয়, গভীর শোকপ্রকাশ শচীনের

ইতিহাসের আশ্চর্য সমাপতন একেই বলে। পর্তুগাল (Portugal) জার্মানিকে হারিয়েছিল ২৫ বছর আগে, সে ম্যাচে গোল করেছিলেন সার্জিও কোয়েন্সিকাও যিনি এই ফ্রান্সিস্কোর বাবা। এবং ইতিহাসের সঙ্গে জড়িয়ে গেলেন সি আর সেভেন। ৬৮ মিনিটে তাঁর গোলেই জিতল পর্তুগাল। নুনো মেন্ডেস দুরন্ত পায়ের কাজ দেখিয়ে বক্সে ঢুকে রোনাল্ডোকে পাস বাড়ান, প্রায় ফাঁকা গোলে বল ঠেলেন পর্তুগিজ মহাতারকা।

বৃহস্পতিবার রাতে অন্য সেমিফাইনালে মুখোমুখি স্পেন এবং ফ্রান্স। দ্বৈরথ দেখা যেতে পারে নতুন প্রজন্মের দুই তারকা কিলিয়ান এমবাপে এবং লামিনে ইয়ামালের। ফ্রান্সের সমস্যা ক্লান্তি। কারণ তাদের সাতজন সদস্য সদ্য চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে খেলেছেন।

দেখুন অন্য খবর:

 

Read More

Latest News