Tuesday, August 26, 2025
HomeScrollবাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুক্তি থেকে বাদ শাকিব আল হাসান

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুক্তি থেকে বাদ শাকিব আল হাসান

ঢাকা: আগামী এক বছরের জন্য কেন্দ্রীয় চুক্তি (central agreement)  প্রকাশ করেছে বিসিবি (BCB) । সেখানে রাখা হয়েছে ২২ জন ক্রিকেটারকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (Bangladesh Cricket Board) চুক্তি থেকে বাদ শাকিব আল হাসান (Shakib Al Hasan) 

 

চুক্তির সর্বোচ্চ ক্যাটাগরি ‘এ প্লাস’। মাসিক ১০ লক্ষ টাকা পারিশ্রমিক পাওয়া এখানে একমাত্র ক্রিকেটার হিসেবে রয়েছেন তাসকিন আহমেদ। পরের ‘এ’ ক্যাটাগরিতে রয়েছেন নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস। তাঁরা প্রতি মাসে পাবে ৮ লক্ষ টাকা করে।  ‘বি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা পাবেন মাসিক ৬ লাখ টাকা করে। সেই তালিকায় আছেন মুমিনুল হক, মুশফিকুর রহিম, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

আরও পড়ুন: একক দক্ষতা নয়, দলগত ক্রিকেটের ফসল এই ট্রফি

আর ‘সি’ ক্যাটাগরিতে আছেন সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলী অনিক, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও শেখ মেহেদী। এই ক্যাটাগরির মাসিক বেতন ৪ লক্ষ টাকা। সবশেষ ‘ডি’ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন দুই ক্রিকেটার নাসুম আহমেদ ও খালেদ আহমেদ। তাদের বেতন মাসিক ২ লক্ষ টাকা।

অপর দিকে মাহমুদউল্লাহ অনুরোধ করে নিজের নাম প্রত্যাহার করেছেন। তবে ওয়ানডে থেকে অবসর নেওয়া মুশফিকুর রহিম রয়েছেন। ‘বি’ ক্যাটাগরিতে আছেন তিনি।

দেখুন অন্য খবর:

 

Read More

Latest News