Sunday, October 12, 2025
HomeScrollরবিবাসরীয় সন্ধায় কী কী রেকর্ড করলেন কিং কোহলি?

রবিবাসরীয় সন্ধায় কী কী রেকর্ড করলেন কিং কোহলি?

ওয়েব ডেস্ক: রাজার মতোই প্রত্যাবর্তন করেছেন বিরাট কোহলি (Virat Kohli)। বুঝিয়ে দিয়েছেন, কেন তাঁর নামের আগে ‘কিং’ শব্দটা উচ্চারণ করা হয়। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে (ICC Champions Trophy) পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে তাঁর ১১১ বলে ১০০ রানের ইনিংস ভারতীয় ক্রিকেটের লোকগাথায় ঢুকে পড়েছে। এই ইনিংস যে শুধু ভারতকে জয় এনে দিয়েছে তা নয়, বেশ কিছু রেকর্ড এনে দিয়েছে কোহলির জন্য। এক নজরে দেখে নেওয়া যাক, রবিবাসরীয় সন্ধ্যায় কী কী কীর্তি করলেন কিং।

১) দ্রুততম ক্রিকেটার হিসেবে ওডিআই ক্রিকেটে ১৪,০০০ রান পূর্ণ করলেন কোহলি। ২৮৭ ম্যাচে এই রান করে তিনি ভেঙে দিয়েছেন পূর্বসূরি শচীন তেন্ডুলকরের (Sachin Tendulkar) রেকর্ড। রবিবার ১৫ রান করেই এই মাইলস্টোন স্পর্শ করেন তিনি।

আরও পড়ুন: রবিবারের চিত্রনাট্য মিলিয়ে দিল কোহলি আর পেত্রাতসকে

২) রবিবার খুশদিল শাহ এবং নাসিম শাহের ক্যাচ ধরেছেন কোহলি। এই নিয়ে একদিনের আন্তর্জাতিক ম্যাচে ১৫৮টি ক্যাচ হয়ে গেল তাঁর। তিনি পেরিয়ে গেলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনকে। এবার সামনে রয়েছেন আর দুজন— রিকি পন্টিং (১৬০) এবং মাহেলা জয়বর্ধনে (২১৮)।

 

৩) সব ধরনের ফর্ম্যাট মিলিয়ে পন্টিংকে টপকে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন কোহলি। তাঁর রান এখন ২৭,৫০৩ রান। সামনে দু’জন— জয়বর্ধনে (২৮,০১৬) এবং তেন্ডুলকর (৩৪,৩৫৭)।

৪) ৮২টি আন্তর্জাতিক শতরান করে সবথেকে বেশি শতরানের তালিকায় দ্বিতীয় কোহলি। সামনে ১০০টি সেঞ্চুরি করা তেন্ডুলকর।

৫) চ্যাম্পিয়ন্স ট্রফিতে এটি ভারতীয় তারকার প্রথম শতরান। এই ইনিংসের সৌজন্যে পাকিস্তানের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফি, বিশ্বকাপ এবং এশিয়া কাপে সেঞ্চুরি করা প্রথম ব্যাটার হলেন কোহলি।

দেখুন অন্য খবর:

 

Read More

Latest News