Saturday, August 30, 2025
HomeScrollকোন কোন জেলায় তাপপ্রবাহ? দেখুন বড় আপডেট

কোন কোন জেলায় তাপপ্রবাহ? দেখুন বড় আপডেট

কলকাতা: আগাম বর্ষার (IMD Monsoon Alert 2025) বার্তা দিল মৌসম ভবন। নির্ধারিত সময়ের নয় দিন আগেই আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ঢুকবে। ১৩ মে আন্দামান সাগর, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা পৌঁছে যাবে বলে বার্তা দিয়েছে আবহাওয়া দফতর।

১৩ মে আন্দামান সাগর, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা পৌঁছে যাবে বলে বার্তা দিয়েছে আবহাওয়া দফতর। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু অন সেট হয় ২২ মে। গত বছর তিন দিন আগে ১৯ মে অন সেট হয়েছিল। এখনও ভারতের মূল ভূখণ্ডে বর্ষা নিয়ে পূর্বাভাস দেয়নি আবহাওয়া দফতর। তবে আবহাওয়ার গতিপ্রকৃতি এবার আগেভাগেই বর্ষা ঢুকতে পারে ভারতের মূল ভূখণ্ডে। গত বছর ৩১ মে ২০২৫ ঢুকেছিল বর্ষা। বাংলাতে বর্ষা প্রবেশের দিন ১০ জুন ২০২৫ ।

আরও পড়ুন: আগামী বছর মাধ্যমিক পরীক্ষা কবে থেকে? জানাল পর্ষদ

হাওয়া অফিস জানাচ্ছে মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি (Rain Forecast) এবং ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বুধবার দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি এবং ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বুধবারে উপকূল ও বাংলাদেশ সংলগ্ন জেলাগুলিতে হালকা ঝড়বৃষ্টির সম্ভাবনা। সপ্তাহ শেষে তাপপ্রবাহের সতর্কবার্তা (Heat Wave Alert)। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে শুক্রবার থেকে সোমবার পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়ার বজায় থাকবে। শুক্রবার শুক্রবার তাপ প্রবাহের সতর্কবার্তা থাকবে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলাতে। রবি-সোমবার পশ্চিমের বেশ কিছু জেলাতে তাপপ্রবাহের সতর্কবার্তা থাকবে। কলকাতা সহ বাকি জেলাতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে।

মঙ্গলবার ও বুধবার উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে। বৃহস্পতিবার থেকে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা এই পাঁচ জেলাতে।

দেখুন ভিডিও

YouTube player
Read More

Latest News