Thursday, August 28, 2025
HomeScrollগৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার বিজেপি কর্মী , পাঠানো হল আদালতে

গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার বিজেপি কর্মী , পাঠানো হল আদালতে

উত্তর ২৪ পরগনা:  গৃহবধুর লিখিত অভিযোগের ভিত্তিতে গ্রেফতার অভিযুক্ত বিজয় মালাকারের বয়স ৩১। পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্তের বাড়ি উত্তর ২৪ পরগনা জেলার হাবরা থানার গোয়ালবাটি এলাকায়। চলতি মাসের ১১ তারিখ মাঝ রাতে গৃহবধূ বাথরুমে যাওয়ার জন্য ঘরের বাইরে যেতেই অভিযুক্ত বিজয় মালাকার তাকে রাতের অন্ধকারে জোড়-পূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ। পাশাপাশি পুলিশ সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরেই অভিযুক্ত গৃহবধূকে কু প্রস্তাব দিচ্ছিল সে। ধর্ষণ করে গৃহবধূকে হুমকিও পর্যন্ত দেয় অভিযুক্ত এমনটাই জানা গেছে পুলিশ সূত্রে, পরবর্তীতে চলতি মাসের ১৬ তারিখ হাবরা থানায় লিখিত অভিযোগ দায়ের হয় অভিযুক্ত বিজেপি কর্মীর বিরুদ্ধে। ১৬ তারিখ বিকেলেই অভিযুক্তকে গ্রেফতার করে ।

আরও পড়ুন:  কালবৈশাখীতে লণ্ডভণ্ড কুলপি-ডায়মন্ড হারবার সহ বহু এলাকা

সোমবার পাঁচ দিনের পুলিশ হেফাজত চেয়ে বারাসাত আদালতে পাঠানো হয় অভিযুক্তকে । পাশাপাশি,  অভিযোগকারী গৃহবধূকে এদিন স্বাস্থ্য পরীক্ষা করা হয় হাবরা হাসপাতালে। আদালতে পাঠানোর সময় অভিযুক্ত বিজেপি কর্মী আমাদের ক্যামেরার সামনে স্বীকার করে সে বিজিপি করে, পাশাপাশি তিনি জানান, তাকে ফাঁসানো হয়েছে সঠিক তদন্তের দাবি করেন।

বিজেপি কর্মী গ্রেপ্তারের ঘটনায় ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। আমরা পৌরসভার চেয়ারম্যান নারায়ণ শাহ জানান শুনেছি হাবরা থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বিজেপি কর্মী গ্রেপ্তার হয়েছে। আইন আইনের পথে চলবে পাশাপাশি তিনি বিজেপি দল নিয়ে কটাক্ষ করেন। এই নিয়ে কথা বলেছিলাম আমরা বিজেপি নেতা বিপ্লব হালদারের সাথে তিনি জানান যদি অভিযুক্ত বিজয় মালাকার দোষী হয় আইন আইনের পথে চলবে পাশাপাশি সঠিক তদন্তের দাবি করেন তিনি।

দেখুন আরও খবর: 

Read More

Latest News