Tuesday, September 2, 2025
HomeScrollবীরভূমের জেলা শাসককে ধমক মুখ্যমন্ত্রীর! কিন্তু কেন?

বীরভূমের জেলা শাসককে ধমক মুখ্যমন্ত্রীর! কিন্তু কেন?

বীরভূম: বালি পাচারের অভিযোগ বারবার সামনে আসে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। আর এই বিষয়ে বারবার সতর্কতা অবলম্বন করা হলেও পুলিশ-প্রশাসনের তরফ থেকে উদাসীন মনোভাব সামনে এসেছে। এই নিয়ে এর আগেই মুখ্যমন্ত্রী কড়া নির্দেশ দিয়েছিলেন পুলিশ-প্রশাসনকে যাতে তারা সঠিক ভাবে কাজ করেন। কিন্তু তারপরেও দেখা গিয়েছে বালি পাচারে বেড়েছে মাফিয়া দৌরাত্ম্য। মূলত বীরভূমের দেউচা পাঁচামি থেকে সবচেয়ে বেশি বালি পাচার হয়েছে। আর এই নিয়েই বছরের প্রথম দিনের প্রশাসনিক বৈঠক থেকে বীরভূমের জেলা শাসককে রীতিমতো ধমক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর দাবি, সবচেয়ে বেশি বালি পাচার হয়েছে দেউচা পাঁচামি থেকে।

আরও পড়ুন: নতুন বছরেও জামিন হল না চিন্ময়কৃষ্ণের, জেলেই হিন্দু সন্ন্যাসী

বৈঠক থেকে এদিন দেউচা পাঁচামি নিয়ে ক্ষোভপ্রকাশও করেন মুখ্যমন্ত্রী। বীরভূম জেলা শাসককে মুখ্যমন্ত্রী স্পষ্ট প্রশ্ন করেন, ‘দেউচা পাচামির যখন জমি নেওয়া হল কেন খাপছাড়া খাপছাড়া নেওয়া হল? কেন কনটিগুইটি দেখা হল না? সরকারের রেভিনিউ কেউ নিয়ে চলে যাবে আর তোমরা আঙুল গুটিয়ে বসে থাকবে এটা চলবে না।’

বীরভূমের নানুর, ময়ূরেশ্বর-সহ একাধিক জায়গা থেকে সামনে আসছে বালি পাচারের ঘটনা। আর তারপরেই আজ প্রশাসনিক বৈঠকে আজ এই বিষয়ে কড়া মনোভাব প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

দেখুন অন্য খবর

Read More

Latest News