Thursday, August 21, 2025
HomeScrollকলকাতার বুকে অস্ত্র বিপণন দোকানের কর্মচারী গ্রেফতার

কলকাতার বুকে অস্ত্র বিপণন দোকানের কর্মচারী গ্রেফতার

পুরুলিয়া: কলকাতার (Kolkata) বুকে অস্ত্র বিপণন দোকানের কর্মচারীকে গ্রেফতার করল বেঙ্গল পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (Special Task Force) । জানা যায় ধৃত জয়ন্ত দত্ত শান্তিপুর পৌরসভার সূত্রগরের যোগ।বিবাদীবাগে অবস্থিত নার্সিং চন্দর দাও অ্যান্ড কো অস্ত্র কার্তুজ বিপণন দোকানের কর্মচারী জয়ন্ত দত্ত।জয়ন্ত দত্তের বাড়ি শান্তিপুর পৌরসভা এলাকায়। তার বাড়িতে রয়েছে প্রথম পক্ষের স্ত্রী।
এছাড়াও, বাড়িতে রয়েছে জয়ন্ত দপ্তর বেধবা দিদি ও তার একটি কন্যা। যদিও জয়ন্ত দত্তর স্ত্রীকে বাড়িতে পাওয়া যায়নি। জয়ন্ত দত্তের দিদি জানান যে দীর্ঘ প্রায় ছয় বছর ধরে তার শান্তিপুরের বাড়িতে আর আসেন না।
জয়ন্ত দত্ত অন্য একটি মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে আর সেই ঘটনাকে কেন্দ্র করেই তার পাড়াতেই অশান্তি সৃষ্টি হয়। এই অশান্তির পর থেকেই সে আবারও একটি বিয়ে করে কলকাতাতেই বসবাস করত। তবে তার দিদির বক্তব্য ভাই জয়ন্ত দত্ত রাইফেল ফ্যাক্টরিতে চাকরি করতো।
বর্তমানে কি কাজ করে তা তার শান্তিপুরের বাড়ির কেউই জানেন না। তবে তার এস টি এফ এর হাতে গ্রেপ্তারের খবর শুনেই চমকে উঠলেন। তার দিদি জানাচ্ছেন যে কোন রকম সম্পর্ক ছিল না জয়ন্ত দত্তর সাথে।
দেখুন আরও খবর: 

Read More

Latest News