Saturday, August 30, 2025
HomeScrollসামার হট লুকে সৌরসেনী

সামার হট লুকে সৌরসেনী

কলকাতা: নিখিল জৈনের (Nikhil Jain) সঙ্গে নাকি প্রেম করছেন সৌরসেনী মৈত্র (Sauraseni Maitra)। তবে সেই খবর নিয়ে মুখ খোলেননি তাঁরা কেউই। শুধু ব্যাক্তিগত জীবন নয় অভিনেত্রী চর্চায় থাকেন তাঁর স্টাইলিস ও গ্ল্যামারাস ফ্যাশনের জন্যও। এবার ‘নট ইয়োর অ্যাভারেজ গ্রিন ফ্ল্যাগ’- ইনস্টাগ্রামে এমন ক্যাপশন দিয়েই হঠাৎ একগুচ্ছ ছবি পোস্ট করলেন মডেল-অভিনেত্রী সৌরসেনী মৈত্র। অভিনেত্রীর বোল্ডনেসে ঘাম ঝরছে ভক্তদের।

মডেল হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন সৌরসেনী। সিনেমায় তার সফর শুরু হয় বেদব্রত পাইনের ঐতিহাসিক ছবি ‘চিটাগং’-এর মাধ্যমে।একের পর এক সিনেমার মাধ্যমে বাংলার দর্শকদের নজর কেড়েছেন সৌরসেনী। পেয়েছেন প্রশংসা। ‘ আমার বস’-এ রাখি গুলজারের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন সৌরসেনি এই ছবিতে। তাঁর ফিল্মি কেরিয়ারে এ এক বিরাট প্রাপ্তি।এখন হিন্দি-বাংলা দুই মাধ্যমেই অভিনয় করছেন সৌরসেনী। নিখিল জৈনের সঙ্গে নাকি প্রেম করছেন সৌরসেনী। এর মাঝেই সৌরসেনীর সম্পর্ক নিয়ে টলিপাড়ায় নানা গুঞ্জন হলেও সেসব নিয়ে খুব একটা চিন্তিত নন তিনি। আপাতত ব্যস্ত চুটিয়ে কাজ করতে। আর কাজের ফাঁকে ঘোরার সুযোগও ছাড়েন না অভিনেত্রী। এবার অভিনেত্রীকে দেখা গেল একেবারে বোল্ড অবতারে। ‘নট ইয়োর অ্যাভারেজ গ্রিন ফ্ল্যাগ’- ইনস্টাগ্রামে এমন ক্যাপশন দিয়েই হঠাৎ একগুচ্ছ ছবি পোস্ট করলেন মডেল-অভিনেত্রী সৌরসেনী মৈত্র। ক্যাপশনের সঙ্গে সৌরসেনীর পোশাকেও রংমিলান্তি। এক্কেবারে সবুজ রংয়ের পোশাকে সেজেছেন অভিনেত্রী।

আরও পড়ুন: ভালোবাসার শহরে মনের মানুষের সঙ্গে সন্দীপ্তা

শুধু তাই নয়, পোশাক, জুতো সবেতেই রয়েছে নানা রংয়ের মেলা। চোখের চাহনি থেকে শরীরী ভঙ্গি সব মিলিয়ে আবেদনময়ী সৌরসেনী। মাখন শরীর। উন্মুক্ত উরুতে, ক্যামেরার সামনে নিজেকে মেলে ধরলেন টলিউড সুন্দরী। বোল্ড ফটোশুটে ভক্তদের কালঘাম ছোটালেন অভিনেত্রী। নেটিজেনরা বলছেন এমন ধরেন ক্যাপশান দিয়ে কী কারোর দিক অভিযোগের তির ছুঁড়লেন তিনি? না লাভ লাইফ নতুনদিকে মোড় নিয়েছে সেই ইঙ্তিত দিয়েছেন তিনি?

 

View this post on Instagram

 

A post shared by Sauraseni Maitra (@sauraseni1)

অন্য খবর দেখুন 

YouTube player
Read More

Latest News