Wednesday, October 15, 2025
HomeScrollজমি বিবাদকে কেন্দ্র করে দফায় দফায় উত্তেজনা, ভাঙচুর মেদিনীপুরে

জমি বিবাদকে কেন্দ্র করে দফায় দফায় উত্তেজনা, ভাঙচুর মেদিনীপুরে

পূর্ব মেদিনীপুর: দীর্ঘদিনের একটি জমি বিবাদকে কেন্দ্র করে মারপিট ভাঙচুর ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে পূর্ব মেদিনীপুরের (East Midnapore) মন্দারমনি এবং কাঁথির দারুয়াতে। দফায় দফায় উত্তেজনা গন্ডগোল এলাকায়। পরিস্থিতি সামাল দিতে নাজেহাল হতে হয় পুলিশকে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন সারাহ কমিটির প্রেসিডেন্ট আব্দুর রহমান মনি। তাঁকে কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হলে, পরে তাকে কলকাতায় রেফার করা হয়।

মন্দারমনিতে সরাহ কমিটির প্রেসিডেন্ট আহত হওয়ার খবর চাউর হতেই কাঁথির দারুয়াতে পাল্টা ব্যাপক উত্তেজনা ছড়ায়। বেশ কয়েকটি দোকান ভাঙচুর সহ বাড়িঘরে হামলা চালানোর অভিযোগ ওঠে। অভিযোগ, কাঁথি পৌরসভার কাউন্সিলর আলেম আলী খানের বাড়িতেও হামলা চালানো হয়। ইঁটের ঘায়ে এক মহিলা সহ দুজন আহত হয়েছেন বলেও জানা গেছে। পরিস্থিতি সামাল দিতে রাতেই কাঁথির দারুয়াতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। মোতায়েন করা হয়েছে র‍্যাফ কমবেড ফোর্স।

আরও পড়ুন: আসানসোলের ব্যবসায়ীর বাড়িতে হামলায় গ্রেফতার চার

কাঁথি মহকুমা পুলিশ আধিকারিক দিবাকর দাস জানিয়েছেন, মন্দারমনি কোস্টাল থানা এলাকার কালিন্দী গ্রাম পঞ্চায়েতের ডেরা গ্রামে দীর্ঘদিন ধরে একটি জমি নিয়ে বিবাদ চলছিল দুই গোষ্ঠীর। যার জেরে গন্ডগোল মারধর। যারা মারামারি হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে পুলিশ ইতিমধ্যে আইনি ব্যবস্থা নিতে শুরু করেছে। ঘটনা গ্রেফতার হয়েছে ১।

স্থানীয় সূত্রে খবর, মমরেজ আলীর গোষ্ঠী ও এয়সানী কমিটির কর্ণধার শেখ সিরাজ গোষ্ঠী দুই পক্ষের গন্ডগোল। মন্দারমনি কোস্টাল থানায় সেই বিবাদের সমাধানের জন্য ইতিপূর্বে মন্দারমনিকোস্টাল থানায় পুলিশের মধ্যস্থতায় দফায় দফায় মিটিং হয়েছে। এই নিয়ে শনিবার বিকেলেও থানাতে ফের একটি বৈঠক ডাকা হয়। সেই বৈঠকে যোগ দিয়েছিলেন সরাহ কমিটির প্রেসিডেন্ট আব্দুর রহমান। তিনি থানা থেকে যখন বৈঠক শেষে বেরিয়ে আসছিলেন তখন তার উপর লোহার রড নিয়ে দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। মাথায় গুরুতর আঘাত পান আব্দুর।

অভিযোগ, থানার সামনেই মারধর চালানো হয়। যে কারণে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগও তোলা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ফের উত্তেজনা বাড়ে। কাঁথির দারুয়া এলাকায় বেশ কয়েকটি দোকান ও বাড়ি ভাঙচুর চালানো হয়। সারা রাত্রি ধরে চলে এলাকায় পুলিশি টহল। এলাকায় উত্তেজনা পূর্ণ পরিস্থিতি সামাল দিতে সারারাত্রি ধরে এলাকায় রয়েছে জেলার একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা।

দেখুন আরও খবর:

 

 

 

 

Read More

Latest News