কলকাতা: ফের উত্তপ্ত ভাঙড় (Bhangar)। তৃণমূলের দুই গোষ্ঠীদ্বন্দ্বে (TMC Clash Bhangor) ফের উত্তেজনা ছড়াল ভাঙড়ে। ভাঙড় ২ নং বিডিও অফিস চত্বরের ঘটনা। শওকত ঘনিষ্ঠ নেতা আহসান মোল্লার বিরুদ্ধে ঝামেলা করার অভিযোগ আরাবুল অনুগামীদের। আহসান মোল্লা ভাঙড় ২ নম্বর ব্লক বিডিও অফিসে আসতেই ঝামেলা শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় উত্তর কাশিপুর থানার পুলিশ। প্রসঙ্গত, ১ জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে দলীয় পতাকা উত্তোলন নিয়ে গোষ্ঠী কোন্দলে জড়ায় দলের কর্মী সমর্থকরা। পোলেরহাট অঞ্চলে পতাকা উত্তোলন নিয়ে হাতা হাতি হয় আরাবুল এবং সওকাত মোল্লার গোষ্ঠীর লোকেদের। আরাবুলের গাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠল বিরোধী গোষ্ঠীর বিরুদ্ধে। পুলিশকে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: স্কুলে ভর্তির জন্য দিতে হবে বেশি টাকা! বিক্ষোভ অভিভাবকদের
দেখুন ভিডিও