Friday, August 29, 2025
HomeScrollসরকারি কাজে স্বচ্ছতা আনতে কী দাওয়াই দিলেন মুখ্যমন্ত্রী?

সরকারি কাজে স্বচ্ছতা আনতে কী দাওয়াই দিলেন মুখ্যমন্ত্রী?

মালদহ: গতকাল অর্থাৎ সোমবার জেলা সফরে মুখ্যমন্ত্রী। সঙ্গে রয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ। সোমবার মুর্শিদাবাদে সভা করে রাতেই মালদহে পৌঁছন তিনি। মঙ্গলবার ভোর থেকেই মালদহ মেডিক্যাল কলেজ সহ জেলার একাধিক সরকারি জায়গা পরিদর্শন করেন মুখ্যসচিব নিজেই। আর এদিন মালদহে জনসভা করতে যান মুখ্যমন্ত্রী। সেখান থেকেই মুখ্যমন্ত্রী সরকারি কাজে স্বচ্ছতা আনার দাওয়াই দিলেন। তিনি বলেন, ‘ সরকারি কাজে স্বচ্ছতা এবার থেকে বিডিওডের সপ্তাহে একদিন করে গ্রামে যেতে হবে, এবং গ্রামের মানুষদের সঙ্গে সরাসরি কথা বলতে হবে ‘।

মালদহের জনসভা থেকে মুখ্যমন্ত্রী মুখ্যসচিবের প্রশংসা করে বলেন, ‘ বিডিওডের বলছি, মুখ্যসচিবকে দেখে শিখুন, কীভাবে মানুষের কাছে পৌঁছতে হয় ‘।

আরও পড়ুন: সরস্বতী পুজোর আগে ফের দুর্যোগ! বড় আপডেট দিল হাওয়া অফিস

মুখ্যসচিব সকাল থেকেই আজ মালদহ সফরে বেড়ন , সেই প্রসঙ্গ তুলেই মুখ্যমন্ত্রী বিডিওডের মুখ্যসচিবের প্রসঙ্গ তুলে এই কথা বলেন।

শুধুমাত্র বিডিওডের সতর্ক করাই নয়, কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে সরব হন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, ‘ কেন্দ্র আমাদের ১ লক্ষ ৬৫ হাজার কোটি টাকা দেয়নি। কোথা থেকে কাজ করা আমার পক্ষে সম্ভব হবে? কিন্তু আমরা কাজ থামিয়ে রাখিনি। কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী – সব প্রকল্পেই আমরা কাজ করছি ‘।

দেখুন অন্য খবর

Read More

Latest News