কলকাতা: শীতের আমেজের মধ্যেই চলতি সপ্তাহে বৃষ্টির আশঙ্কা বাংলায়। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। তারা জানিয়েছে, বুধবার পর্যন্ত এই ঠান্ডাই বজায় থাকবে। বৃহস্পতিবার থেকে সপ্তাহের শেষ দিনগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর এবং দক্ষিণবঙ্গে।
আলিপুর আবহাওয়া দফতর আরও জানিয়েছে, চলতি সপ্তাহে রাজস্থানের উপর একটি শক্তিশালী পশ্চিমি ঝঞ্জা সৃষ্টি হবে। তার ফলে সপ্তাহান্তের দিনগুলিতে আকাশ থাকবে মেঘলা। হালকা থেকে মাঝারি বৃষ্টিও হতে পারে। বাড়বে তাপমাত্রা।
বৃহস্পতিবার সকালের মধ্যে উত্তরের পাঁচটি জেলা দার্জিলিং,কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। একই সঙ্গে উপকূলবর্তী দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- Kolkata Fire: মল্লিক বাজারের বন্ধ সিনেমা হলে কীভাবে আগুন, উঠছে হাজার প্রশ্ন
মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১২.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯৪ শতাংশ।এদিন সকাল থেকে কলকাতা ও সংলগ্ন এলাকা কুয়াশায় ঢেকে ছিল। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে যায়।