ইসলামাবাদ: ফের রক্তাক্ত পাকিস্তান৷ বৃহস্পতিবার লাহোর বিস্ফোরণে (Blast In Lahore) অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে৷ আহত হয়েছেন ২০ জন৷ তাদের মধ্যে চার জনের অবস্থা গুরুতর৷ এদিন দুপুরে শক্তিশালী বিস্ফোরণে কেঁপে ওঠে লাহোরের বিখ্যাত আনারকলি মার্কেট (Anarkali Market)৷ ভারতীয় নানা পণ্য বিক্রির জন্য সুপরিচিত এই মার্কেট৷ বিস্ফোরণের সময় প্রচুর মানুষ সেখানে কেনাকাটা করছিলেন৷ হামলার পর তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে সেখানে৷ এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন হামলার দায় স্বীকার করেনি৷
লাহোরের বিখ্যাত ঐতিহাসিক ওয়ালড শহর থেকে ঢিল ছোড়া দূরত্বে আনারকলি মার্কেট৷ প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল আশেপাশের দোকান ও বাড়ির জানলার কাঁচ ভেঙে যায়৷ ক্ষতিগ্রস্ত হয়েছে প্রচুর বাইক এবং স্টল৷ লাহোর পুলিসের মুখপাত্র রানা আরিফ তিন জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন৷ জানিয়েছেন, আহত ২০ জনকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে৷ ইতিমধ্যে বিস্ফোরণের তদন্তে নেমেছে পুলিস৷
প্রাথমিক তদন্তের পর পুলিসের অনুমান, কোনও মোটর সাইকেলের ভিতর বিস্ফোরক রেখে দেওয়া হয়েছিল৷ টাইম ডিভাইসের সাহায্যে ওই সময় বিস্ফোরণ ঘটানো হয়৷ রানা আরিফ জানান, বিস্ফোরণটি ঘটেছে পান মান্ডিতে৷ ওখানেই বিক্রি হয় ভারতীয় নানা সামগ্রী ও পণ্য৷ বিস্ফোরণের খবর পেয়ে সেখানে পৌঁছয় জঙ্গি দমন শাখার অফিসাররা এবং বম্ব স্কোয়াড৷ গোটা মার্কেটটি ঘিরে ফেলে পুলিস৷ বিস্ফোরণের পরই বন্ধ করে দেওয়া হয় আনারকলি মার্কেট৷
আরও পড়ুন: Covid In Britain: মাস্ক পরায় কড়াকড়ি উঠছে ব্রিটেনে, ইতি বাড়ি থেকে কাজেও