Wednesday, August 6, 2025
Homeদেশচিকিৎসক দিবসে যোগ-প্রাণায়ামের বার্তা মোদির

চিকিৎসক দিবসে যোগ-প্রাণায়ামের বার্তা মোদির

Follow Us :

নয়াদিল্লি: অ্যালোপ্যাথি চিকিৎসা নিয়ে যোগগুরু বাবা রামদেবের মন্তব্যে বিতর্কের ঝড় উঠেছিল। তার রেশ না কাটতেই চিকিৎসক দিবসে নতুন যোগ নিয়ে নতুন মাত্রা যোগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ভারতীয় যোগ ও প্রাণায়মের প্রচার এবং প্রসারে আইএমএ-এ অর্থাৎ ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সাহায্য চাইলেন তিনি৷ বৃহস্পতিবার দেশ জুড়ে পালিত হচ্ছে চিকিৎসক দিবস৷ এ রকম দিনে দেশের চিকিৎসকদের কাছে প্রধানমন্ত্রীর এই বিশেষ অনুরোধ সাড়া ফেলে দিয়েছে৷ চিকিৎসকদের কাছে তাঁর অনুরোধ, ‘আপনারা কি পারেন না যোগকে বিশ্বস্তরে নিয়ে যেতে?’

আরও পড়ুন: ‘তৃতীয় ঢেউই শেষ, শক্তি হারাচ্ছে কোভিড’

বৃহস্পতি বার ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী৷ করোনাকালে গত দেড় বছরে চিকিৎসকরা যেভাবে দেশবাসীর সেবা করেছেন তা ‘দৃষ্টান্ত’ হয়ে থাকবে বলে মন্তব্য করেন মোদী৷ তিনি বলেন, ‘আমি ১৩০ কোটি ভারতীয়ের তরফে দেশের সব চিকিৎসকদের ধন্যবাদ জানাচ্ছি৷’

চিকিৎসকদের কাজের প্রশংসা শোনা যায় প্রধানমন্ত্রীর গলায়৷ তিনি জানান, ডাক্তারদের ঈশ্বরের দ্বিতীয় রূপ বলা হয়৷ অসুস্থতা বা দুর্ঘটনার সময় অথবা কাছের মানুষদের জীবন বাঁচানোর সময় দেবদূতের মতো হাজির হন তাঁরা৷ নতুন জীবন দেন চিকিৎসকরা৷ মহামারীর সময় প্রাণ হারানো চিকিৎসকদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি ও তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানান প্রধানমন্ত্রী৷ তিনি বলেন, ‘ভাইরাসটা নতুন৷ নতুন নতুন মিউটেশন হচ্ছে৷ কিন্তু চিকিৎসকদের জ্ঞান, অভিজ্ঞতা ও অনুভব এই চ্যালেঞ্জের মোকাবিলা করছে৷’

আরও পড়ুন: কোভিশিল্ডকে ছাড়পত্র ইউরোপীয় ইউনিয়নের

যোগ-ব্যায়াম নিয়েও সাধারণ মানুষকে সচেতন করার কাজে চিকিৎসকরা এগিয়ে এসেছেন বলে মন্তব্য করেন নরেন্দ্র মোদি৷ তিনি বলেন, ‘যোগের প্রচার-প্রসার করার যে কাজ স্বাধীনতার পর হওয়া উচিত ছিল তা এখন হচ্ছে৷ করোনাকালে যোগ ও প্রাণায়মের ইতিবাচক প্রভাব মানুষের স্বাস্থ্যে পড়েছে৷ পোস্ট কোভিড জটিলতা সারিয়ে তুলতে যোগা কতটা কার্যকরী এ জন্য আধুনিক মেডিক্যাল সায়েন্সের সঙ্গে যুক্ত সংস্থা প্রমাণভিত্তিক গবেষণা চালাচ্ছে৷ আপনারা এ কাজে অভিজ্ঞ এবং ভারতীয় হিসাবে খুব সহজেই যোগের গুরুত্ব বুঝতে পারেন৷ যোগ নিয়ে আপনারা গবেষণা চালালে গোটা বিশ্ব এই বিষয়কে আরও গুরুত্ব দেবে৷ আইএমএ-কে কি পারে না যোগাকে বিশ্বস্তরে নিয়ে যেতে? এটাও হতে পারে যোগা সংক্রান্ত গবেষণা আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত করা যেতে পারে৷ এই গবেষণা বিশ্বের চিকিৎসকদেরও সাহায্য করবে৷’

কিছুদিন আগে অ্যালোপথি চিকিৎসা পদ্ধতিকে ‘স্টুপিড সায়েন্স’ বলেছিলেন যোগগুরু বাবা রামদেব৷ পাশাপাশি আয়ুর্বেদ এবং যোগার মাধ্যমে রোগ নিরাময়ে বেশি আস্থা রেখেছিলেন তিনি৷ পতঞ্জলি কর্ণধারের এই মন্তব্যে চরম ক্ষুব্ধ হন অ্যালোপথি চিকিৎসকরা৷ তাঁদের মতে, অ্যালোপথি চিকিৎসাকে অপমান করেছেন যোগগুরু৷ তাঁকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলেও দাবি জানান চিকিৎসকরা৷ সেই বিতর্কের রেশের মধ্যে এদিনের অনুষ্ঠানে যোগার উপকারিতা নিয়ে মোদির বক্তব্য আলাদা মাত্রা এনে দিয়েছে৷

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
বাংলা বলছে (Bangla Bolche) | কমিশনকে চ্যালেঞ্জ মমতার
00:00
Video thumbnail
Mamata Banerjee | Assam | 'অসম সরকারকে ধি/ক্কার বাংলা বললেই বাংলাদেশই বলছে' আ/ক্র/ম/ণ মমতার
00:00
Video thumbnail
Mamata Banerjee | TMC | আমাকে ঘাঁটালে ইতিহাস বদলে দেব
00:00
Video thumbnail
Mamata Banerjee | SIR-এর পিছনে NRC চক্রান্ত, বি/স্ফো/রক মমতা, অমিত শাহ বার্থ সার্টিফিকেট কোথায়?
00:00
Video thumbnail
Colour Bar | বাংলা সিনেমার স্বার্থে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ প্রসেজিৎ-দেব
07:04
Video thumbnail
Indian Railway | এসি লোকালের ফার্স্ট লুক, দেখুন এই ভিডিও
05:17
Video thumbnail
Birbhum Incident | ফের বীরভূমে বো/মা বি/স্ফো/রণ, উড়ে গেল হাত
06:06
Video thumbnail
J U | ISRO | যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মুকুটে সাফল্যের নয়া পালক, ইসরোর প্রতিযোগিতায় কৃতী যাদবপুর
04:15
Video thumbnail
Hiroshima Day | হিরোশিমা দিবসে পরমাণু বো/মা বি/স্ফো/রণের স্মরণ জাপানের প্রধানমন্ত্রীর
04:30
Video thumbnail
Donald Trump | Bihar | বিহারে রেসিডেন্সিয়াল শংসাপত্রের আবেদন করলেন ট্রাম্প! একি কাণ্ড
03:24

Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39