Sunday, August 3, 2025
Homeজেলার খবরDurgapur: ভেঙে ফেলা হল ডিপিএলের ৬৪ বছরের পুরোনো ট্যাঙ্ক

Durgapur: ভেঙে ফেলা হল ডিপিএলের ৬৪ বছরের পুরোনো ট্যাঙ্ক

Follow Us :

দুর্গাপুর: বুড়ো হয়ে যাওয়া ট্যাঙ্কের আর কোনও প্রয়োজন নেই। তাই ১৯৫৮ সালে বিধানচন্দ্র রায়ের আমলে তৈরি দুর্গাপুর প্রজেক্ট  লিমিটেডের (DPL) বিশাল ট্যাঙ্ক ভেঙে ফেলা হল। ওই ট্যাঙ্কে তাপবিদ্যুৎ কেন্দ্রের কোল গ্যাস (Coal Gas) সংরক্ষিত থাকত। প্রয়োজন নেই বলে ট্যাঙ্কটি স্ক্র্যাপ করে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে ডিপিএল কতৃপক্ষ। সেইমতো সোমবার সেটিকে ভেঙে ফেলা হয়।

২০১৫ সালে তাপবিদ্যুৎ কেন্দ্রের কোক ওভেন প্ল্যান্ট বন্ধ করে দেওয়া হয়। এই প্ল্যান্টের নামেই ডিপিএল নগরী, থানা, পোস্ট অফিস, ব্যাঙ্ক সবকিছুই। সেই সময় বলা হয়েছিল, কোক ওভেন প্ল্যান্টটি কুলডাউন করা হচ্ছে মেরামতির জন্য। কিন্তু তা আর চালু করা হয়নি।

রাজ্য সড়ক দিয়ে যাতায়াতের পথে ডিপিএলের দিকে তাকালে অনেক দূর থেকেই এই বিশাল ট্যাঙ্কটি নজরে আসত। তার গায়ে বড় করে লেখা থাকত DPL। সোমবার যখন বিশাল বিশাল যন্ত্রপাতি দিয়ে এটিকে ভেঙে ফেলা হল, তখন অনেক প্রবীণ কর্মী এবং স্থানীয় বাসিন্দার চোখে জল।

আরও পড়ুন- Birbhum: ভোটের আগে তিনশোর বেশি পুরপ্রার্থীকে নোটিশ ধরালেন বীরভূমের জেলাশাসক

এই ট্যাঙ্ক থেকেই কোল গ্যাস পাইপলাইনের মাধ্যমে দুর্গাপুরের বিভিন্ন কারখানায় সরবরাহ করা হত। এছাড়া হাওড়ার বালিতে ডিপিএলের নিজস্ব কেন্দ্রেও তা পাঠানো হত। সেখান থেকে অনেক ছোট কারখানায় জ্বালানি হিসেবে সরবরাহ করা হত এই গ্যাস। এখন সবই ইতিহাস।

 

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39