Sunday, August 3, 2025
Homeলাইফস্টাইলশীর্ষে উত্তর ২৪ পরগনা,কনটেনমেন্ট জোন বেড়ে ২১৬

শীর্ষে উত্তর ২৪ পরগনা,কনটেনমেন্ট জোন বেড়ে ২১৬

Follow Us :

পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণের ঘটনা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এই পরিস্থিতিতে সংক্রমণে রাশ টানতে রাজ্যে ফের বাড়ল কনটেইনমেন্ট জোন। এখনও পর্যন্ত রাজ্যে মোট কনটেইনমেন্ট জোনের সংখ্যা বেড়ে হল ২১৬ টি।

আর পড়ুন বাবার বিরুদ্ধে হারলেন ব্রিটনি

এর মধ্যে সবচেয়ে বেশি কনটেনমেন্ট জোন রয়েছে উত্তর ২৪ পরগণায়। সংখ্যাটি ৮৩।  কারণ গত ১ মাসে সংক্রমণের নিরিখে সবচেয়ে এগিয়ে  রয়েছে এই জেলা। গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগণা থেকে আক্রান্ত  ১৫৪ জন । একইসঙ্গে সংক্রমণে লাগাম টানতে রাজ্যের বেশ কিছু জেলাকে কনটেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করেছে রাজ্য সরকার। হাওড়াতে কনটেনমেন্ট জোনের সংখ্যা ৭৬। বাঁকুড়ায় ১১ টি । পূর্ব বর্ধমানের কনটেনমেন্ট জোনের সংখ্যা ২২। কোচবিহারে ১৪ টি এবং ঝাড়গ্রামে ৯ টি  এবং সবচেয়ে কম মাত্র ১ টি কনটেনমেন্ট জোন রয়েছে জলপাইগুড়ি জেলায়। সব মিলিয়ে রাজ্যের  ৭ টি জেলায় কনটেনমেন্ট জোন ঘোষণা করেছে রাজ্য।

আর পড়ুন  ‘তৃতীয় ঢেউই শেষ, শক্তি হারাচ্ছে কোভিড’

করোনা সংক্রমণের হার কিছুটা নিম্নগামী হওয়ায় এবং সরকারি বিধিনিষেধ কিছুটা শিথিল হওয়ার সুযোগ নিয়ে বিভিন্ন জেলাতেই নিয়ম না মানার প্রবণতা দেখা যাচ্ছিল বেশ কিছু নাগরিকদের মধ্যে৷ তাই পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগেই কড়া পদক্ষেপ    নিল রাজ্য পুলিশ প্রশাসন।

আর পড়ুন  বার্সার আর্থিক জটিলতাই বাড়াচ্ছে মেসি জট

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39