Sunday, August 3, 2025
HomeScrollNetaji Statue India Gate: ইন্ডিয়া গেটে নেতাজি মুর্তির স্যালুটে আপত্তি, মোদিকে চিঠি...

Netaji Statue India Gate: ইন্ডিয়া গেটে নেতাজি মুর্তির স্যালুটে আপত্তি, মোদিকে চিঠি লিখল বসু পরিবার

Follow Us :

কলকাতা: ইন্ডিয়া গেটে নেতাজির (Netaji Subhash Chandra Bose) গ্রানাইট মুর্তি (Netaji Statue India Gate) বসানো নিয়ে বিতর্ক থামছে না। এবার মুর্তির (Grand statue of Netaji Bose) ‘স্যালুট’ ভঙ্গিমা  বদলের অনুরোধ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) চিঠি দিল বসু পরিবার। গত ২৭ অক্টোবর মুর্তির ভঙ্গিমা বদলের দাবিতে চিঠি দিয়েছেন নেতাজির প্রপৌত্র চন্দ্র বোস।

তাঁর বক্তব্য, বছরের বাকি দিনগুলো নেতাজির মূর্তির সামনে ফাঁকাই থাকবে। তাই সারা বছর স্যালুটের ভঙ্গিমায় তাঁর মতো ব্যক্তিত্বের মূর্তি স্থাপন সঠিক নয়। দেশের অন্যতম এক এবং অদ্বিতীয় ব্যক্তিত্ব নেতাজি সুভাষ চন্দ্র বোসের মুর্তি ব্যক্তিত্ববান দেশনায়কের সঙ্গে খাপ খায়নি। নেতাজিকে শুধুমাত্র আজাদ হিন্দ বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে তুলে ধরাটাই যথেষ্ট নয়। সৈন্য হিসেবে নেতাজিকে সীমাবদ্ব রাখা উচিৎ নয়। তাঁর ব্যেক্তিত্বকে মূর্তির মাধ্যমে তুলে ধরতে গেলে মুর্তির পিছনে গুরুত্বপূর্ণ ইতিহাস থাকা বাঞ্ছনীয়। এই চিঠি বসু পরিবারের একাংশের মতামত নিয়েই লেখা হয়েছে।’  সেই তালিকায় রয়েছেন নেতাজি কন্যা অনিতা পাফ এবং ভাইপো শিশির বোস। কন্যা অনিতাও চিঠি দেবেন প্রধানমন্ত্রীকে জানিয়েছেন তিনি।

 

নেতাজির মুর্তি নিয়ে টুইট করেছেন গীতিকার জাভেদ আখতার (Javed Akhtar)। লিখেছেন, নেতাজির মূর্তি স্থাপন করার ধারণা খুব ভাল। কিন্তু মূর্তির বিষয় ভাবনা ঠিক নয়। কারণ সারাদিন যানবাহন চলাচল করবে এবং মূর্তিটি স্যালুটের ভঙ্গিতে দাঁড়িয়ে থাকবে। এটা তাঁর মর্যাদা খর্ব করবে। নেতাজির বসে থাকা মুর্তি কিংবা মুষ্টি উঁচিয়ে স্লোগান দেওয়ার ভঙ্গিমায় দাঁড়িয়ে রয়েছেন এমন কোনও মুর্তি স্থাপন করা ঠিক হবে।

প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়ার বিষয়ে চন্দ্র বসু জানান, ‘কেবল  উর্দি পরে নেতাজিকে বর্ণনা করা যায় না। এ জন্যও আমি পরিবারের অনেকের মতামত নিয়েই মূর্তির ভঙ্গিমা বদলের জন্য অনুরোধ জানিয়েছি। যদিও প্রধানমন্ত্রী এখনও এই চিঠির উত্তর দেননি।আশা করি কোনও উত্তর পাবো। এখনও মুর্তি তৈরির কাজ শুরু হয়নি।কথা হয়েছে মুর্তির ভাস্কর অদ্বৈত গদানায়কের সঙ্গে। উনি কলকাতায় এলেই এ বিষয়ে আলোচনা হবে।

চলতি বছর স্বাধীনতা দিবসের দিন ইন্ডিয়া গেটে প্রতিষ্ঠা করা হবে নেতাজির গ্রানাইট মুর্তি। এ নিয়ে গত বছর থেকেই ভাবনা-চিন্তা শুরু করেছে কেন্দ্রীয় সরকার। ৮৫ জন সদস্য নিয়ে নেতাজির ১২৫ তম জন্মবার্ষিকীর (Netaji’s birth anniversary) জন্য গত বছর একটি কমিটি তৈরি করা হয়েছে। যেখানে নেতাজির পরিবারের অনেকেই রয়েছেন। কিন্তু নেতাজির ভাস্কর্য তৈরির বিষয়ে কোনও আলোচনা হয়নি।এই বিষয়ে অন্তত একবার নেতাজির পরিবারের সঙ্গে কথা বলা দরকার। জানিয়েছেন চন্দ্র বসু।

আরও পড়ুন Netaji Subhas Chandra Bose: ইন্ডিয়া গেটে নেতাজির মূর্তি বসানোর কেন্দ্রীয় ঘোষণায় খুশি মেয়ে অনিতা

এক্ষেত্রে নেতাজির স্মরণে ১৫ অগস্টের পরিবর্তে ২১ জানুয়ারি দিনটিকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করার আর্জি বসু পরিবারের পক্ষ থেকে। একইসঙ্গে রাজধানিতে নেতাজির ‘স্যালুট’ ভঙ্গিমা পরিবর্তন করে ২১ অক্টোবরের আজাদ হিন্দ বাহিনীর সরকার গঠনের দিনে নেতাজির হাতে স্বাধীন ভারতের ঘোষণাপত্র থাকার সময়টিকে তুলে ধরার দাবি করেন চন্দ্রবাবুরা। মুর্তিটি সেই ভঙ্গিমারই হোক এমনটাই চান তাঁরা।

 

 

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Calcutta High Court | দিঘায় রো/হি/ঙ্গা বিরোধী মিছিলের অনুমতি শুভেন্দুকে, মানতে হবে কোন কোন শর্ত?
00:00
Video thumbnail
Rahul Gandhi | রাহুল গান্ধীর রাজনৈতিক অ্যা/টম বো/ম, 'দেশ চালাচ্ছে অ/বৈ/ধ সরকার'
00:00
Video thumbnail
Durgapur Incident | দুর্গাপুর কাণ্ডে ধৃ/তদের আদালতে পেশ, কী নির্দেশ?
00:00
Video thumbnail
Tejashwi Yadav | বিহারের খসড়া ভোটার তালিকা থেকে তেজস্বীর নাম বাদ? দেখুন সত্যি ভিডিও
00:00
Video thumbnail
Donald Trump | 'ভারত মৃ/ত অর্থনীতির দেশ' বি/স্ফো/রক ট্রাম্প, ট্রাম্পের মন্তব্যে কড়া সমালোচনা
00:00
Video thumbnail
জনতা যা জানতে চায় | Shishir vs Jayprakash | আধার কার্ড নিয়ে তুমুল বাগবিতণ্ডা শিশির vs জয়প্রকাশ
05:53
Video thumbnail
INDIA | Donald Trump | ট্রাম্পের ২৫% শুল্ক বড় সিদ্ধান্ত ভারতের কী কী পদক্ষেপ দিল্লির? দেখুন
11:48:05
Video thumbnail
জনতা যা জানতে চায় | বিহার বাহানা, বাংলা নিশানা?
02:31:28
Video thumbnail
জনতা যা জানতে চায় | Shishir vs Jayprakash |নির্বাচনী বন্ড নিয়ে শিশির বাজোরিয়া vs জয়প্রকাশ মজুমদার
03:59
Video thumbnail
Tejashwi Yadav | বিহারের খসড়া ভোটার তালিকা থেকে তেজস্বীর নাম বাদ? দেখুন সত্যি ভিডিও
04:05:06

Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39