নয়াদিল্লি: টিকাকরণ অভিযানে আরও এক মাইলফলক ছুঁল ভারত৷ দেশের প্রাপ্তবয়স্কদের ৭৫ শতাংশের ডবল ডোজ সম্পূর্ণ৷ রবিবার সকালে টুইটে এ নিয়ে উচ্ছাস প্রকাশ করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য৷ দেশবাসীকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
এদিন প্রধানমন্ত্রী টুইটে লেখেন, ‘দেশবাসীকে অভিনন্দন৷ টিকাকরণ অভিযানকে যাঁরা সফল করেছেন তাঁদের জন্য গর্বিত দেশ৷’ স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্যর টুইট, সবকা সাথ, সবকা প্রয়াস মন্ত্রকে সামনে থেকে ভারত দেশের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৭৫ শতাংশের ডবল ডোজ সম্পূর্ণ করেছে৷
75% of all adults are fully vaccinated.
Congratulations to our fellow citizens for this momentous feat.
Proud of all those who are making our vaccination drive a success. https://t.co/OeCJddtAL8
— Narendra Modi (@narendramodi) January 30, 2022
গতবছর জানুয়ারি থেকে বিশ্বের সবচেয়ে বড় টিকাকরণ অভিযান শুরু হয়েছে ভারতে৷ কেন্দ্রীয় পরিসংখ্যান অনুযায়ী, সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে এখনও পর্যন্ত ১৬৪.৩৬ কোটি ডোজ দেওয়া হয়েছে৷ তারপরেও রাজ্যগুলির কাছে ১২ কোটি ৪৩ লক্ষ ডোজ রয়েছে৷