Thursday, August 14, 2025
Homeবিনোদনজন্মদিনে শ্যুটিংয়ে অভিষেক

জন্মদিনে শ্যুটিংয়ে অভিষেক

Follow Us :

শনিবার ৪৭-এ পা দিলেন অভিষেক বচ্চন।আর এইবছর জন্মদিনটা যে শ্যুটিং ফ্লোরেই কাটবে তা এদিন সাতসকালেই জানালেন অভিনেতা।অমিতাভ থেকে অভিষেক,সকলেই যে পরিচালক আর বালকির ছবিতে কাজ করতে পছন্দ করেন তা বলার অপেক্ষা রাখে না।বালকির পা ছবিতে বাপ-বেটা দুজনেই একসঙ্গে কাজ করেছিলেন।জন্মদিনেই ফের পরিচালকের নতুন ছবি ‘ঘুমর’-এর শ্যুটিং শুরু করলেন ছোটে বচ্চন।সোশ্যাল সাইটে নতুন ছবির শ্যুটিং শুরুর সুখবর জানিয়ে অভিষেক লিখলেন,জন্মদিনে এর চেয়ে ভাল উপহার আর কিছু হতে পারে না।জন্মদিন সবচেয়ে ভালো কাটে শ্যুটিং করে।তবে তার সঙ্গে ছবিতে আর কে কে থাকছেন তা নিয়ে মুখ খোলেননি জুনিয়র বচ্চন।অভিষেক-বালকির আগামী ছবি নিয়ে কি কি আপডেট সামনে আসে সেদিকেই নজর রয়েছে আমাদের।

 

View this post on Instagram

 

A post shared by Abhishek Bachchan (@bachchan)

RELATED ARTICLES

Most Popular