Sunday, August 3, 2025
HomeদেশLata Mangeshkar's Funeral: আওয়াজ পহেচান রেখে পঞ্চভূতে বিলীন সুর সম্রাজ্ঞী

Lata Mangeshkar’s Funeral: আওয়াজ পহেচান রেখে পঞ্চভূতে বিলীন সুর সম্রাজ্ঞী

Follow Us :

মুম্বই: হারমোনিয়াম বাজছে৷ গান শোনা যাচ্ছে৷ কিন্তু সম্রাজ্ঞীর অনুপস্থিতিতে আজ সব কিছুই ফ্যাকাসে৷ ঠিক যেমনটা দিনের শেষে মন্দিরের দরজা বন্ধের পর দেবতাকে আর দেখা যায় না৷ আর দেখা যাবে না সুরের দেবীকে৷ আরব সাগরের তীরে শিবাজি পার্কের কৃত্রিম মঞ্চের জ্বলন্ত আগুনে বিলীন হয়ে গেলেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর (Melody Queen Lata Mangeshkar)৷

তখন ঘড়ির কাঁটা ৭টা টপকেছে৷ গান স্যালুট হয়ে গিয়েছে৷ আগুন জ্বলল৷ মুহূর্ত প্রত্যক্ষ করছেন অনেকেই৷ তালিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে একাধিক কেন্দ্রীয় নেতা৷ রাজনৈতিক ব্যক্তিত্ব৷ বলিউডের অসংখ্য মানুষ৷ সস্ত্রীক সচিন তেন্ডুলকর। শাহরুখ খান, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, রাজ ঠাকরে, শরদ পাওয়ার, শ্রদ্ধা কপূর, কে নেই!

শিবাজি পার্কের একদিক থেকে তখনও হাওয়া বইছে৷ গাছগুলো নতজানু হয়ে যেন ঈশ্বরকে শেষ বিদায় জানাচ্ছে৷ সূর্য নেমে গিয়েছে অনেকটাই৷ রাতের অন্ধকার যখন হাতছানি দিচ্ছে ঠিক তখনই পার্কের মাঝে তৈরি হওয়া মঞ্চটা জ্বলে উঠল৷ মঞ্চ ঘেরা লাল গালিচা। সাক্ষী হয়ে রইল চিরবিদায়ের।

লড়াইটা শুরু হয়েছিল প্রায় মাস খানেক আগে৷ খবর ছড়িয়েছিল তাঁর অসুস্থতার৷ তড়িঘড়ি মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয় লতাকে৷ তারপর থেকে লড়াই শুরু৷ মাঝে করোনা আক্রান্ত হওয়া লতা মঙ্গেশকর অনেকটাই সুস্থ হয়েছিলেন৷ আশা জেগেছিল৷ আবার কি ‘ওয়াতেন’-এর মানুষগুলোর জন্য গাইবেন তিনি? ঠিক এমন সময় অশনি সঙ্কেত৷ শারীরিক অবস্থার দ্রুত অবনতি৷ আইসিইউতে স্থানান্তর৷ মনে কু ডাকা যেন শুরু হয়ে গেল৷

আরও পড়ুন: Lata Mangeshkar: স্বাধীনতার ৫০ বছরে সংসদে লতা গেয়েছিলেন ‘সারে জাহাঁ সে আচ্ছা’

রবিবার সকাল তখন ৮টা ১২৷ খবরটা ছড়িয়ে পড়ল৷ প্রয়াত হয়েছেন লতা মঙ্গেশকর৷ বাধ্যর্ক্যজনিত একাধিক সমস্যা ছিল৷ লড়াইটা আর টানতে পারলেন না৷ যাঁর গান নেহরুর চোখে জল এনেছিল সেই লতা আজ বিলীন হয়ে গেলেন৷ রেখে গেলেন তাঁর সৃষ্টি৷

পরিবারের তরফে জানানো হয়েছিল, শিবাজি পার্কে শেষকৃত্য সম্পন্ন হবে৷ সেই মত শুরু হয় তোড়জোর৷ কঠোর নিরাপত্তায় মুড়ে ফেলা হয় গোটা পার্ক৷ শুরু হয় মঞ্চ তৈরি৷ সাদা রঙের মঞ্চে সারি সারি দেওয়া কাঠ৷ সেখানেই শেষবারের মত শোবেন লতাজি৷ ঘড়ি বলছে তখন ৪টে বেজে গিয়েছে৷ প্রভুকুঞ্জ থেকে রওনা দিল৷ তুঁতেপাড়ের শাড়িতে মোড়া দেহটা। হেঁটে নয়৷ জাতীয় পতাকায় ঢেকে, সেনা সদস্যের কাঁধে চড়ে৷ ৯০ ঊর্ধ্ব মানুষটার মুখ যেন বলে দিচ্ছিল, ‘এবার আমি একটু বিশ্রাম চাই৷ আমার কথা তোমরা মনে রেখো৷’ কফিন ঢুকল গাড়িতে৷ হাজারো মালা হাজারো ফুলে মুড়ে থাকা গাড়িটা এগিয়ে চলল৷ মুম্বইয়ের রাজপথ ধরে৷ সামনে তখন পুলিসের বাতি লাগানো গাড়ি৷ রাস্তা ফাঁকা করার বার্তা দিচ্ছে৷ কিছু নিরাপত্তা রক্ষী সঙ্গে হাঁটছেন৷ দূর থেকে লক্ষ মানুষ প্রত্যক্ষ  করছেন৷ ছেলে-মেয়ে, যুবক-যুবতী, তরুণ থেকে বয়স্ক- সবাই মিশে গিয়েছেন ভিড়ে৷ কেউ মোবাইলে ছবি তুলছেন, কেউ বা ক্যামেরায়৷ একটি বারের জন্য বন্দি করে রাখার আকুতি৷

আরও পড়ুন: Modi Uddhav: ভাঙল রাজনৈতিক বেড়াজাল, লতার বিদায়মঞ্চে পাশাপাশি মোদি-উদ্ধব

গাড়ি এগিয়ে চলল৷ শিবাজি পার্কের দিকে৷ নামলেন তিনি৷ আবারও কাঁধে চড়ে৷ শেষবারের জন্য শ্রদ্ধা জানাতে উপস্থিত প্রধানমন্ত্রী-সহ অন্যান্যরা৷ জানানো হল শ্রদ্ধা৷ তৈরি হওয়া চন্দন কাঠের বিছানায় শোয়ানো হল সুর সম্রাজ্ঞীকে৷ ক্রমেই যেন ভারী হয়ে এল বহুতল বেষ্টিত শিবাজি পার্কের আকাশ৷ বহুতলগুলো যেন নীরব দৃষ্টিতে তাকিয়ে রয়েছে৷ সাত দশকের বেশি সময় এই বাড়িগুলোতেই কখনও না কখনও তিনি বিরাজ করেছেন৷ আজ সর্বত্র এক নীরবতা৷ সূর্য অস্ত গেল৷ আগুন জ্বলল৷ ঠিক যেমনটা বাগদেবীর বিসর্জনের দিন বিলীন হলেন সঙ্গীতের সরস্বতী৷

 

শিবাজি পার্কে তৈরি হওয়া প্যান্ডেলে হাসিমুখে জ্বলজ্বল করছে লতা মঙ্গেশকরের ছবিটা৷ যেন নিজের শেষ মুহূর্তটা নিজেই প্রত্যক্ষ করছেন৷

আর বলছেন, ‘মেরি আওয়াজ শুনো’…

 

চিতার আগুনে আমাকে পোড়াতে পারবে… গান কে পোড়াতে পারবে না…

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
জনতা যা জানতে চায় | বিহার বাহানা, বাংলা নিশানা?
00:00
Video thumbnail
Calcutta High Court | দিঘায় রো/হি/ঙ্গা বিরোধী মিছিলের অনুমতি শুভেন্দুকে, মানতে হবে কোন কোন শর্ত?
00:00
Video thumbnail
Rahul Gandhi | রাহুল গান্ধীর রাজনৈতিক অ্যা/টম বো/ম, 'দেশ চালাচ্ছে অ/বৈ/ধ সরকার'
00:00
Video thumbnail
Durgapur Incident | দুর্গাপুর কাণ্ডে ধৃ/তদের আদালতে পেশ, কী নির্দেশ?
00:00
Video thumbnail
Asansol | landslide | আসানসোলে ভয়াবহ ধস, আ/ত/ঙ্কিত সাধারণ মানুষ, দেখুন কী অবস্থা
05:14
Video thumbnail
Abhishek Banerjee | বিগ ব্রেকিং, ইন্ডিয়া জোটের নৈশভোজে যোগ দেবেন অভিষেক
03:22
Video thumbnail
জনতা যা জানতে চায় | বিহার বাহানা, বাংলা নিশানা?
02:31:26
Video thumbnail
Donald Trump | 'ভারত মৃ/ত অর্থনীতির দেশ' বি/স্ফো/রক ট্রাম্প, ট্রাম্পের মন্তব্যে কড়া সমালোচনা
03:36:01
Video thumbnail
Calcutta High Court | দিঘায় রো/হি/ঙ্গা বিরোধী মিছিলের অনুমতি শুভেন্দুকে, মানতে হবে কোন কোন শর্ত?
11:09:06
Video thumbnail
জনতা যা জানতে চায় | বিহার বাহানা, বাংলা নিশানা?
09:00:54

Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39