Friday, August 1, 2025
HomeদেশUP Polls 2022: যোগীর বিরুদ্ধে সুর চড়াতে আজ লখনউ যাচ্ছেন মমতা, মঙ্গলে...

UP Polls 2022: যোগীর বিরুদ্ধে সুর চড়াতে আজ লখনউ যাচ্ছেন মমতা, মঙ্গলে অখিলেশের সঙ্গে সভা

Follow Us :

কলকাতা: সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদবের ডাকে সাড়া দিয়ে আজ উত্তরপ্রদেশ যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলে দু’দিনের সফরে লখনউ আসছেন। আগামিকাল, মঙ্গলবার তৃণমূল সুপ্রিমো অখিলেশ যাদবের সঙ্গে একটি যৌথ সাংবাদিক সম্মেলন করবেন। অখিলেশের সমর্থনে মমতা ভার্চুয়াল সমাবেশও করবেন। ওই সম্মেলন থেকেই উত্তরপ্রদেশের মানুষের কাছে বিজেপিকে হারানোর ডাক দেবেন বাংলার মুখ্যমন্ত্রী।

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বিকেলে উত্তরপ্রদেশের উদ্দেশ্যে রওনা হবেন। ৫টা নাগাদ লখনউ বিমানবন্দরে পৌঁছবেন তৃণমূল সুপ্রিমো। বিমানবন্দর থেকে মমতা হজরতগঞ্জের লেভানা সুইটসে যাবেন। যেখানে তিনি বিশ্রাম নেবেন। এর পর তিনি সমাজবাদী পার্টি অফিসে পৌঁছবেন। মঙ্গলবার সমাজবাদী পার্টির জাতীয় সভাপতি অখিলেশ যাদবের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠকে অংশ নেবেন মুখ্যমন্ত্রী।

মমতা এবং অখিলেশের মধ্যে বরাবরের সুসম্পর্ক রয়েছে। মমতার ডাকে একাধিক সভা-অনুষ্ঠানে উপস্থিত থেকেছেন অখিলেশ। ২০২১ সালে বিধানসভা ভোটের সময় সপা নেত্রী জয়া বচ্চন এসেছিলেন বাংলায়। তৃণমূলের হয়ে কলকাতায় প্রচার করেছিলেন তিনি। কিরণময় নন্দও তৃণমূলের সমর্থনে প্রচার করেছিলেন। নন্দীগ্রামে প্রচার করেছিলেন প্রাক্তন মন্ত্রী। তৃণমূলের তরফে আগেই ইঙ্গিত দেওয়া হয়েছিল, অখিলেশ চাইলে দল সমাজবাদী পার্টির পাশে থাকবে।

আরও পড়ুন: Lata Mangeshkar: ইন্দোরে গড়ে উঠবে সঙ্গীত বিশ্ববিদ্যালয়, দেওয়া হবে লতা মঙ্গেশকর পুরস্কার: শিবরাজ

জানুয়ারির ১৮ তারিখ মমতার সঙ্গে কলকাতায় এসে দেখা করে গিয়েছিলেন বামফ্রন্ট সরকারের প্রাক্তন মৎস্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির নেতা কিরণময় নন্দ। কালীঘাটে মমতার সঙ্গে বৈঠকের পর কিরণময় জানান, ৭ ফেব্রুয়ারি লখনউ যাবেন মমতা। সেখানে অখিলেশ এবং মমতা ভার্চুয়াল সভা করবেন। মমতা জাতীয় নেত্রী বলেও সেই সময় উল্লেখ করেছিলেন সপা নেতা কিরণময় নন্দ।

সামনেই উত্তরপ্রদেশ নির্বাচন। গোবলয়ের এই রাজ্যে সমাজবাদী পার্টির সামনে বড় চ্যালেঞ্জ বিজেপি। আর বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে জাতীয় মুখ নিঃসন্দেহে মমতা। বাংলার ভোটের সময় সমাজবাদী পার্টি তৃণমূলের প্রতি তাদের সমর্থন ধরেছিল দলের নেতৃত্বকে পাঠিয়ে। আর এবার স্বয়ং মমতা উত্তরপ্রদেশে বিজেপিকে রুখতে অখিলেশের সঙ্গে যৌথ প্রচারে নামবেন।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39