Placeholder canvas

Placeholder canvas
HomeCurrent NewsNarendra Modi Mamata : গোয়ায় হিন্দু ভোট ভাগ করছে তৃণমূল, উত্তরপ্রদেশে ভোট...

Narendra Modi Mamata : গোয়ায় হিন্দু ভোট ভাগ করছে তৃণমূল, উত্তরপ্রদেশে ভোট প্রচারে মমতাকে আক্রমণ মোদির

Follow Us :

কানপুর: গোয়ার বিধানসভা (GOA TMC) ভোটে তৃণমূল কংগ্রেসকে (Congress) ভয় পাচ্ছে বিজেপি (Bjp)? সোমবার দুপুরের পর থেকে এই প্রশ্নই জোরাল হয়ে উঠেছে৷ কারণ, উত্তরপ্রদেশের (Uttarpradesh Police) কানপুরে নির্বাচনী প্রচার গোয়া তৃণমূলের (TMC) প্রসঙ্গ উত্থাপন করে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) আক্রমণ করেন৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিযোগ, ‘‘গোয়াতে হিন্দু ভোট ভাগ করার জন্য নির্বাচনী ময়দানে বাংলার তৃণমূল কংগ্রেস৷’’

মোদির অভিযোগ, তৃণমূল কংগ্রেস ভেদাভেদের রাজনীতি করছে৷ ভাই-ভাই দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করছে৷ যা দেশের গণতান্ত্র বিরোধী৷ তাই, কানপুরের সভাতে উপস্থিত জনতার উদ্দেশে প্রশ্ন করেন, আপনারা কি এই রাজনৈতিক দলকে চান? যারা জাত-পাতের ভেদাভেদ করবে৷ মনে রাখবেন এটাই সুযোগ এই ধরনের রাজনৈতিক দলকে দাফন করার৷

মোদি আরও বলেন, ‘‘সমস্ত জাতি,সম্প্রদায়ের মানুষ একজোট হয়ে উত্তরপ্রদেশের স্বার্থে প্রথম দফায় বিজেপিকে এগিয়ে দিয়েছে৷ বাকি দফাতেও এগিয়ে দিন৷ যোগীর নেতৃত্বে বিজেপি সরকারের জন্য উত্তরপ্রদেশের মা-বোনেরা নিজেদের সুরক্ষিত মনে করেন৷ তাঁরাই দায়িত্ব নিয়েছে ফের যোগীকে মুখ্যমন্ত্রী করার জন্য৷’’ এখানেই থেমে থাকেননি মোদি৷ তিনি আরও বলেন, রাজ্যের মুসলিম মা-বোনেরাও নীরবে মোদিকে ভোট দেওয়ার সংকল্প নিয়ে ঘর থেকে বের হচ্ছেন৷ কারণ, তাঁরা জানেন সুখ-দুঃখের সময় যাঁরা পাশে থাকেন, তাঁরাই আপন হয়৷

আরও পড়ুন- Mamata Banerjee: দায়িত্ব বাড়ছে, আমাদের নম্র হতে হবে, জয়ের পর বার্তা মমতার

কংগ্রেসকে পরিবার তন্ত্র নিয়ে ফের খোঁচা দেন প্রধানমন্ত্রী৷ সভাতে উপস্থিত জনতাকে বলেন, শুধু মাত্র পরিবারের স্বার্থ রক্ষায় প্রতিবার ভোটে নতুন সঙ্গী নিয়ে লড়তে আসে৷ ভোট মিটলে তাদের ছুঁড়ে ফেলে দেয়৷ এবার ভাবুন, যারা নতুন বন্ধুকেই ছুঁড়ে ফেলে, তারা কি মানুষের হয়ে কাজ করবে? করবে না৷ ঠিক একারণেই ২০১৪-১৭-১৯-র ভোটে হেরে গেছে৷ উন্নয়নের স্বার্থে মানুষ বিজেপিকে বেছে নিয়েছে৷ এবারও তাই হবে৷ এবছর হোলির দশদিন আগে থেকেই হোলির রঙ খেলা শুরু হবে৷

RELATED ARTICLES

Most Popular