Tuesday, August 5, 2025
HomeCurrent NewsAnis Khan: আনিস মৃত্যু রহস্যের জট প্রায় খুলে ফেলেছে পুলিস, পিছনে কারা...

Anis Khan: আনিস মৃত্যু রহস্যের জট প্রায় খুলে ফেলেছে পুলিস, পিছনে কারা দু-একদিনে জানাবে সিট

Follow Us :

কলকাতা: আনিস মৃত্যু রহস্যের জট প্রায় খুলে ফেলেছে পুলিস৷ কারা ঘটনার পিছনে রয়েছে তা দু-একদিনের মধ্যে জানা যাবে৷ বুধবার সাংবাদিক বৈঠকে স্পষ্ট জানালেন রাজ্যের পুলিস প্রধান মনোজ মালব্য৷ এরআগে তিন পুলিসকর্মীকে সাসপেন্ড করা হয়েছে৷ নিরপেক্ষ ভাবে তদন্ত হচ্ছে৷ আইপিসির ৩০২ ধারায় ধৃতদের গ্রেফতার করা হয়েছে৷ আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে৷

এদিন মনোজ মালব্যের বক্তব্যে স্পষ্ট যে, শুক্রবার রাতে আনিসের বাড়িতে গিয়েছিস আমতা থানার পুলিসই৷ তবে, ডিজি এ ব্যাপারে বিস্তারিত কিছু বলতে চাননি৷ তিনি বলেন, সমস্ত কিছু আমরা জানাব৷ খুব নিরপেক্ষভাবে তদন্ত হচ্ছে৷ মুখ্যমন্ত্রী আগেই নির্দেশ দিয়েছেন, তদন্ত করতে হবে নিরপেক্ষভাবে৷

ডিজি এদিন আনিসের পরিবারের বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ এনেছেন৷ তিনি বলেন, ‘‘তদন্তের স্বার্থে মৃতের মোবাইল ফোন পুলিসের পাওয়া খুব জরুরি৷ কিন্তু পরিবারের লোকজন তা পুলিসের হাতে দিতে চাইছেন না৷’’

আরও পড়ুন- Dilip Ghosh: কাঁচা বাঁশ কেটে রেখেছে কর্মীরা, ব্যবহার হবে ভোটে, হুমকি দিলীপের

ডিজি আরও জানান, গোটা ঘটনার তদন্ত শেষ করতে ১৫ দিন সময় দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ আমরা ইতিমধ্যে তদন্তের অনেকটাই এগিয়েছি৷ কয়েকদিনের মধ্যে গোটা ঘটনা জলের মত পরিষ্কার হয়ে যাবে৷

 

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39