Thursday, August 14, 2025
HomeCurrent NewsRussia Ukraine War: ইউক্রেনে ভারতীয়দের নিরাপত্তা সুনিশ্চিত করুন, বিদেশমন্ত্রী জয়শঙ্করকে চিঠি কংগ্রেস...

Russia Ukraine War: ইউক্রেনে ভারতীয়দের নিরাপত্তা সুনিশ্চিত করুন, বিদেশমন্ত্রী জয়শঙ্করকে চিঠি কংগ্রেস সাংসদের

Follow Us :

নয়াদিল্লি: ইউক্রেনে (Ukraine) এখনও প্রায় কুড়ি হাজার ভারতীয় আটকে রয়েছেন। ভারত সরকার তাঁদের কেন দ্রুত ফেরানোর ব্যবস্থা করছে না, সেই প্রশ্ন আগেই তুলেছিলেন এআইসিসির সাধারণ সম্পাদক এবং কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সূরজেওয়ালা(Randeep Surjewala)। তার পরপরই ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করকে চিঠি লিখলেন কংগ্রেস সাংসদ ভেনুগোপাল। সেই চিঠিতে ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে ইউক্রেনে ভারতীয় পড়ুয়াদের পড়াশোনা চালিয়ে যাওয়ার বিষয়ে সম্পূর্ণ সহযোগিতার দাবি জানান।

 

বৃহস্পতিবার জয়শঙ্করকে দেওয়া চিঠিতে ভেনুগোপাল লিখেছেন, ইউক্রেনের সংকট পূর্ণাঙ্গ যুদ্ধে পরিণত হয়েছে। যে কারণে ইতিমধ্যেই ইউক্রেনের আকাশপথ বন্ধ করে দেওয়া হয়েছে এবং এটি আরও কী হতে পারে তার শুরু মাত্র। এটি যথাযথভাবে ইউক্রেনে আটকে পড়া শিক্ষার্থী সহ ভারতীয় নাগরিকদের মধ্যে বিশাল আতঙ্ক তৈরি করেছে। কেরালার প্রায় দুই হাজার ছাত্রছাত্রীরা কোনও রকম বিরতিতে পড়াশুনা শেষ করতে পারে,

তার ব্যবস্থা করুন। অনেকেই আতঙ্কে সাহায্য চেয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট করছেন। আমি ইউক্রেনে ভারতীয় নাগরিক এবং ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য হস্তক্ষেপের অনুরোধ করব। আমাদের নাগরিকদের জন্য বিকল্প সরিয়ে নেওয়ার পথ তৈরি করার জন্য অনুরোধ করব।

 

ইউক্রেনে আটকে পড়া নাগরিকদের নিয়ে (Russia Ukraine War) উদ্বিগ্ন সেখানকার ভারতীয় দূতাবাস। ইউক্রেনে ভারতের রাষ্ট্রদূত (Ambassador of India) পার্থ সৎপথি বৃহস্পতিবার ভারতীয় নাগরিকদের উদ্দেশে এক প্রেসবার্তা (Press Release) প্রকাশ করেন। সেই প্রেসবার্তার ছত্রে ছত্রে ফুটে উঠেছে চরম আতঙ্ক এবং অনিশ্চয়তার কথা। এই মুহূর্তে সকলকে মাথা ঠান্ডা রেখে সংযত থাকার পরামর্শ দিয়েছেন ভারতীয় রাষ্ট্রদূত।

 

ওই প্রেসবার্তায় রাষ্ট্রদূত বলেন, এদিন সকালে ইউক্রেনে সকলের ঘুম ভেঙেছে রাশিয়ার যুদ্ধঘোষণার (Ukraine Russia Crisis) খবরে। এখন ইউক্রেনের পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ। দেশে চূড়ান্ত অনিশ্চয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যুদ্ধের কারনে আকাশপথ বন্ধ, রেল এবং সড়ক যোগাযোগও ব্যাহত। এই অবস্থায় আমি ভারতীয় নাগরিকদের শান্ত থাকার আবেদন জানাচ্ছি। এখন ঠান্ডা মাথায় পরিস্থিতির মোকাবিলা করা ছাড়া উপায় নেই।

 

ভারতীয় রাষ্ট্রদূত বলেন, ইতিমধ্যেই আমরা নাগরিকদের উদ্দেশে দুটি নির্দেশিকা পাঠিয়েছি। আটকে থাকা নাগরিকদের উদ্দেশে তাঁর পরামর্শ, যে যেখানে আছেন সেখানেই থাকুন। যদি কেউ বাড়ির বাইরে থাকেন, অবিলম্বে ফিরে আসুন। ভারতীয় দূতাবাসের কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখুন। যাঁর যেখানে যত পরিচিত আছেন তাঁরা পারস্পরিক যোগাযোগ রেখে চলুন।

 

আরও পড়ুন: Russia-Ukraine Conflict: যুদ্ধের আঁচ ভারতেও, জ্বালানি তেলের দামবৃদ্ধির আশঙ্কা, চড়ল সোনা

 

ভারতীয় রাষ্ট্রদূত পার্থ সৎপথির কথায়, আমি সকাল থেকে টেলিফোনের বন্যায় ভেসে যাচ্ছি। ভারতীয় দূতাবাস নাগরিকদের সাহায্য করার জন্য সবসময় প্রস্তুত। জরুরি পরিস্থিতিতে দূতাবাসের দেওয়া ফোন নম্বরগুলিতে যোগাযোগ করতে বলা হয়েছে নাগরিকদের। সামাজিক মাধ্যমগুলিকেও অনুসরণ করার পরামর্শ দেন রাষ্ট্রদূত। তিনি জানান, ভারত সরকার বিদেশমন্ত্রক এবং ভারতীয় দূতাবাস পরিস্থিতি সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহল। প্রতিটি মুহূর্তে সরকার এখানকার দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখছে। এই পরিস্থিতি থেকে কীভাবে পরিত্রাণ পাওয়া যায়, তার উপায় খোঁজার চেষ্টা চলছে। দূতাবাস ভারতীয় নাগরিকদের প্রতি দায়বদ্ধ।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Supreme Court | SIR নিয়ে শুনানি চলছে সুপ্রিম কোর্টে, দেখুন সরাসরি
00:00
Video thumbnail
CPIM | সাংবাদিকদের মুখোমুখি মহম্মদ সেলিম ও মীনাক্ষী মুখার্জি , দেখুন সরাসরি
00:00
Video thumbnail
PM Modi | ২২ তারিখ দমদমে সভা প্রধানমন্ত্রীর, কোন কোন প্রকল্পের উদ্বোধন করবেন?
00:00
Video thumbnail
RBI | দু-তিন ঘণ্টাতেই ক্লিয়ার হবে চেক! কবে থেকে? নয়া নির্দেশিকা দিল রিজার্ভ ব্যাঙ্ক
00:00
Video thumbnail
Supreme Court | ফের সুপ্রিম ধাক্কা নির্বাচন কমিশনেরর, কী হল? জেনে নিন বড় আপডেট
10:23
Video thumbnail
Supreme Court | বাদ যাওয়া ভোটারের তালিকা প্রকাশের সুপ্রিম নির্দেশ, এবার কী করবে নির্বাচন কমিশন?
08:21
Video thumbnail
CPIM | সাংবাদিকদের মুখোমুখি মহম্মদ সেলিম ও মীনাক্ষী মুখার্জি, দেখুন সরাসরি
16:45
Video thumbnail
Bratya Basu | হিন্দোল মজুমদার গ্রেফতার প্রসঙ্গে কী বললেন ব্রাত্য বসু? দেখুন এই ভিডিও
03:55
Video thumbnail
SIR | বিগ ব্রেকিং, মঙ্গলবারের মধ্যে ওয়েবসাইটে খসড়া তালিকার তথ্য প্রকাশের নির্দেশ সুপ্রিম কোর্টের
04:38
Video thumbnail
SIR | West Bengal | SIR বাতিল করার দাবিতে বিক্ষোভ সিইও দফতরের সামনে CPIML-র প্রতিবাদ, দেখুন সরাসরি
09:26