Thursday, July 31, 2025
HomeScrollWest Bengal Civic Polls: বুধবার সকাল থেকে পুরযুদ্ধের ভোট গণনা, থাকছে ত্রিস্তরীয়...

West Bengal Civic Polls: বুধবার সকাল থেকে পুরযুদ্ধের ভোট গণনা, থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: বুধবার সকাল ৮টা থেকে শুরু হচ্ছে ১০৮টি পুরসভার ভোট গণনা। গণনাকে ঘিরে ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করেছে রাজ্য নির্বাচন কমিশন। ১০৭টি জায়গায় ভোট গণনা করা হবে। প্রতিটি গণনাকেন্দ্রের ২০০ মিটারের মধ্যে জারি থাকবে ১৪৪ ধারা। করোনার প্রকোপ অনেকটা কমে গেলেও সতর্কতার ক্ষেজ্ঞে কোনও খামতি রাখতে চাইছে না নির্বাচন কমিশন। গণনা শেষে বিজয় মিছিল করা যাবে। কিন্তু পুলিস কোনওরকম অশান্তি বরদাস্ত করবে না। এমনটাই জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।

বিরোধীরা অবশ্য ভোট গণনাকে তেমন কোনও গুরুত্ব দিতে চাইছে না। বিরোধী দলগুলির বক্তব্য, রবিবারের ভোট প্রহসন ছাড়া কিছুই হয়নি। সেই কারণেই গণনাকে গুরুত্ব দিয়ে লাভ নেই। পাঁচ পুরনিগমের ভোটের ফল যা হয়েছে, ১০৮টি পুরসভার ভোটেও তার খুব একটা ব্যতিক্রম ঘটবে বলে মনে করছে না রাজনৈতিক মহল। ভোটের আগেই কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেশ কয়েকটি পুরসভার দখল নিয়ে ফেলেছে শাসকদল। দু’হাজারের উপর বেশি ওয়ার্ডের মধ্যে ১০৩টি ওয়ার্ডে ভোট ছাড়াই জিতে গিয়েছেন শাসকদলের প্রার্থীরা। এই অবস্থায় বিরোধীরা বলছেন, শাসকদল একতরফা ভোট করেছে কমিশন এবং রাজ্য পুলিসের মদতে।

শাসকদলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় রবিবার ভোটের পরই দাবি করেন, প্রায় ৯০ শতাংশ পুরসভা তাদেরই দখলে থাকবে। কারণ, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কর্মকাণ্ডের উপর আস্থা রেখেছে। বিধানসভা ভোট থেকে শুরু করে এখন পর্যন্ত যত ভোট হয়েছে, তার সবগুলিতেই তা প্রমাণিত হয়েছে। তাঁর অভিযোগ, বিরোধীদের পায়ের তলায় মাটি নেই বলেই সন্ত্রাসের আজগুবি অভিযোগ করেছে তারা। বহু ওয়ার্ডে বিরোধীরা প্রার্থী খুঁজে পায়নি, এজেন্ট বসাতে পারেনি। এর দায় তৃণমূলের নয়, এমনটাই মন্তব্য পার্থর।

আরও পড়ুন: Newtown: নিউটাউনে পাঁচদিন ধরে দুই ছেলেমেয়ের দেহ আগলে মা

রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, বুধবার সর্বনিম্ন গণনা হবে দু’রাউন্ড, সর্বোচ্চ গণনা হবে ১৮ রাউন্ড পর্যন্ত। গণনাকেন্দ্রে প্রথম স্তরে থাকবে লাঠিধারী পুলিস থেকে কমব্যাট ফোর্স। দ্বিতীয় স্তরের নিরাপত্তা বলয়ে সংবাদমাধ্যমের জন্য পৃথক ব্যবস্থা থাকবে। তৃতীয় স্তরে মূল গণনার ব্যবস্থা থাকছে। এই বলয়ে রাজ্য সশস্ত্র পুলিসবাহিনী মোতায়েন থাকবে। গণনাকেন্দ্রের ভিতরে প্রবেশ করতে পারবেন প্রার্থী ও তাঁর পোলিং এজেন্ট। রিটার্নিং অফিসার ছাড়া গণনাকেন্দ্রে আর কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। এমনকী প্রার্থীরাও নন।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Parliament News | সংসদে ট্রাম্পকে চাচা চৌধুরীর সাথে তুলনা এই সাংসদের , দেখুন এই ভিডিওয়
00:00
Video thumbnail
Kapil Sibal | কপিল সিব্বলের এই ভাষণে উত্তর দিতে নাজেহাল কেন্দ্র দেখুন এই ভিডিওয়
00:00
Video thumbnail
Trump Tariff | ট্রাম্পের ২৫% শুল্ক, কী সিদ্ধান্ত ভারতের? দেখুন বিগ আপডেট
05:55
Video thumbnail
Narendra Modi | 'শক্তিশালী ভারতের দুর্বলতম প্রধানমন্ত্রী'
01:48
Video thumbnail
Bangla Bolche | Narendra Modi | মোদি যার হয়ে প্রচারে গিয়েছিলেন সেই ট্রাম্প চোখ রাঙাচ্ছে ভারতকে?
02:13
Video thumbnail
Bangla Bolche | Indira Gandhi | Narendra Modi | ইন্দিরার সাহস কি নেই মোদির
02:56
Video thumbnail
Politics | নেহেরুকে নিয়ে পেশ ভুল তথ্যের সংসদে অমিত শাহের
03:44
Video thumbnail
Stadium Bulletin | ওভালে শেষ হাসি হাসবে কে?
21:05
Video thumbnail
ঘোষাল নামা | Ghosal Nama | ধনখড়ের চেয়ারে এবার কী তবে ইনি? দেখুন ঘোষালনামা
04:39
Video thumbnail
ঘোষাল নামা | Ghosal Nama | চিরাগের ইউ টার্ন ছেড়ে দেবেন নীতীশ? দেখুন ঘোষালনামা
03:59

Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39