Friday, August 8, 2025
Homeবিনোদনসাল্লুভাইয়ের জন্মদিনে ছবি উপহার

সাল্লুভাইয়ের জন্মদিনে ছবি উপহার

Follow Us :

সাজিদ নাদিয়াড ওয়ালা ও সলমন খান দুজনেই ছোট বেলার বন্ধু। এই জুটি যখনই একত্রিত হয়েছেন, তখনই ব্লক ব্লাস্টার ছবি উপহার দিয়েছে।
এদের নতুন ছবি ‘কভি ইদ কভি দিওয়ালি’ ছবি মুক্তির তারিখ ঘোষণা করলেন। সলমন খানের জন্মদিনের তিন দিন পড়েই ছবি মুক্তির তারিখ ৩০ ডিসেম্বর ঠিক করা হয়েছে। প্রসঙ্গত কিছুদিন আগেই খবর ছিল এই ছবির নাম পরিবর্তন করে ‘ভাইজান ‘ রাখা হয়েছিল।


স্যোশাল কমেডির এই ছবিতে কমেডি, ড্রামা ইমোশন, অ্যাকশন সব থাকবে। এই ছবির প্রধান চরিত্রে দেখা যাবে সাল্লুভাই, পূজা হেগড়ে ও ভ্যাঙ্কেটেশ থাকবে। এছাড়াও অন্যান্য চরিত্রের জন্য জোর কদমে অডিশন চলছে।

করোনার জন্য ছবিটি তৈরি হতে দেরি হচ্ছিল ,এখন খবর এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে এই ছবির শ্যুটিংয়ের কাজ শুরু হবে। চলবে সেপ্টেম্বর পর্যন্ত। হিন্দি ছাড়াও ছবিটি দক্ষিণী ভাষাতেও ডাবিং হওয়ার কথা। ছবিটি পরিচালনা করেছেন ফারহান সামঝি।


মুম্বই এর ফিল্ম সিটিতে বিশাল সেট তৈরি হচ্ছে এই ছবির শ্যুটিংয়ের জন্য। আপাতত যা খবর ২০২২ সালের ৩০ ডিসেম্বর মুক্তি পাবে ভাইজান এর ফ্যানদের। জন্মদিনের সঙ্গে নতুন ছবি পাবে ভাইজানের ফ্যানরা।

RELATED ARTICLES

Most Popular