Thursday, August 14, 2025
Homeআন্তর্জাতিকNational Medical Commission: ইউক্রেন ফেরত ডাক্তারি পড়ুয়াদের বিশেষ ছাড়, ঘোষণা ন্যাশনাল মেডিক্যাল...

National Medical Commission: ইউক্রেন ফেরত ডাক্তারি পড়ুয়াদের বিশেষ ছাড়, ঘোষণা ন্যাশনাল মেডিক্যাল কমিশনের

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: করোনা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (Russia-Ukraine war) পরিস্থিতির প্রেক্ষিতে বিদেশে পাঠরত ভারতীয় ডাক্তারি পড়ুয়াদের ক্ষেত্রে কিছু ছাড়ের কথা ঘোষণা করল ন্যাশনাল মেডিক্যাল কমিশন (NMC)। করোনা ও যুদ্ধের জন্য বহু ডাক্তারি পড়ুয়া তাঁদের ইন্টার্নশিপ শেষ করতে পারেনি। তাঁদের জন্যই ওই ছাড় দেওয়া হবে বলে কমিশন বিজ্ঞপ্তি জারি করেছে। তবে ওই পড়ুয়াদের এফএমজিই পরীক্ষায় (Foreign Medical Graduates Examination) অবশ্যই কৃতকার্য হতে হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২০২১ সালের ১৮ নভেম্বরের আগে পর্যন্ত যে সমস্ত ডাক্তারি পড়ুয়া বিদেশে পড়াশোনা শুরু করেছেন, মূলত তাঁরাই এই সুযোগ পাবেন।

করোনা অতিমারির কারণে গত দু বছর ধরে গোটা পৃথিবী জুড়েই সব স্তরের পড়ুয়াদের পড়াশোনা কার্যত স্তব্ধ ছিল। করোনার প্রকোপ কমতে থাকায় গত কয়েকমাসের মধ্যে ধীরে ধীরে সব দেশেই পঠনপাঠন চালু হয়েছে। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মতো মেডিক্যাল কলেজগুলিতেও পড়ুয়ারা ভুক্তভোগী। এরই মধ্যে সম্প্রতি শিক্ষাঙ্গনে ছায়া ফেলেছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (Russia-Ukraine Crisis)। ইউক্রেন এবং রাশিয়ার বহু মেডিক্যাল কলেজে বিদেশি ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে যান। তাদের মধ্যে ভারতীয় পড়ুয়ার সংখ্যাও খুব কম নয়। প্রাথমিক হিসেব মতো, শুধু ইউক্রেনের বিভিন্ন শহরের মেডিক্যাল কলেজে প্রায় ২০ হাজার ভারতীয় পড়ুয়া ছিলেন।

যুদ্ধ শুরু হওয়ার পর গত কয়েকদিনে বহু ভারতীয় ডাক্তারি পড়ুয়া অনেক কষ্ট স্বীকার করে দেশে ফিরেছেন। তাঁদের মধ্যে এই রাজ্যেরও অনেক পড়ুয়া রয়েছেন। বেশিরভাগ পড়ুয়ারই মাঝপথে পড়া বন্ধ হয়ে গিয়েছে। যাঁরা ফিরে এসেছেন, তাঁদের অনেকেই বলছেন, পরিস্থিতি স্বাভাবিক হলেও আর ইউক্রেনে ফিরে যাওয়া সম্ভব হবে না। সব মিলিয়ে এই ডাক্তারি পড়ুয়াদের ভবিষ্যৎ চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।

আরও পড়ুন: Russia-Ukraine War: ইউক্রেন থেকে বাড়ি ফিরলেন বসিরহাটের অর্পণ

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, ডাক্তারি পড়ুয়াদের ভবিষ্যতের কথা ভেবেই জাতীয় মেডিক্যাল কমিশন (National Medical Commission) ওই ছাড়ের কথা ঘোষণা করেছে। তবে তা নিয়েও নেট দুনিয়ায় বিতর্ক শুরু হয়ে গিয়েছে। অনেকেই বলছেন, এফএমজিই পরীক্ষায় পাশ করাটাও খবু সহজ নয়। ওই পরীক্ষায় পাশ করে ভারতে ইন্টার্নশিপ শেষ করা অনেকের পক্ষে সম্ভব নাও হতে পারে। কেউ কেউ বলছেন, জাতীয় মেডিক্যাল কমিশন এক খুড়োর কল ঝুলিয়ে রাখল।

RELATED ARTICLES

Most Popular