কলকাতা টিভি ওয়েব ডেস্ক: রাশিয়ান ও ইউক্রেনের প্রতিনিধি দলের সদস্যরা সোমবার পোলিশ সীমান্তের কাছে বেলারুসের ব্রেস্ট অঞ্চলে তৃতীয় দফার শান্তি আলোচনায় বসে। প্রায় তিন ঘণ্টা ধরে চলে সমঝোতা বৈঠক। ইউক্রেনের প্রতিনিধি দলের একজন সদস্য বলেছেন, সেফ প্যাসেজের বিষয়ে দু-পক্ষের আলোচনা হয়েছে। এই আলোচনা কিছুটা হলেও ফলপ্রসূ হয়েছে। পরবর্তী দফার আলোচনা কবে হবে, সেই প্রসঙ্গে তিনি কিছু জানাননি।
ইউক্রেনের রাষ্ট্রপতির অফিসের উপদেষ্টা তাঁর টেলিগ্রাম চ্যানেলে লিখেছেন, ‘তৃতীয় রাউন্ডের আলোচনা শেষ হয়েছে। মানবিক করিডোরগুলির সরবরাহের উন্নতিতে ছোট ইতিবাচক আলোচনা রয়েছে। যুদ্ধবিরতি এবং নিরাপত্তার গ্যারান্টি সহ অন্যান্য রাজনৈতিক ও কূটনীতিক বিষয়গুলি নিয়েও আলোচনা হয়েছে।’ এরা আগে ২৮ ফেব্রুয়ারি ও ৩ মার্চ বেলারুসে প্রথম দুই দফার আলোচনা অনুষ্ঠিত হয়েছিল।
দু’পক্ষের মধ্যে ইতিমধ্যেই ২ বার শান্তি বৈঠক হলেও ইউক্রেনের উপরে লাগাতার গোলা বর্ষণ জারি রেখেছে রুশ সেনা। এদিন সকালেই কিয়েভের পার্শ্ববর্তী ইরপিন শহর ছেড়ে পালানের সময়ই রাশিয়ার ক্ষেপনাস্ত্রের আঘাতে ৪ জনের মৃত্যু হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আজ ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আরও পড়ুন: Russia-Ukraine War: ইউক্রেনে রুশ হামলায় ১২০০ নাগরিক হতাহত, স্কুল-হাসপাতালে ব্যাপক ক্ষয়ক্ষতি
Ukrainian Negotiator: 'Small Amount of Progress' Made in Talks With Russia on Humanitarian Corridors https://t.co/61iNaXrDqn
— Sputnik (@SputnikInt) March 7, 2022
রাশিয়ার আগ্রাসনের পর থেকে, ইউক্রেন সরকার ১ লক্ষ ৪৬ হাজার বিদেশী নাগরিককে ইউক্রেন ছেড়ে যেতে সহায়তা করেছে, যার মধ্যে ২০ হাজার ভারতীয় পড়ুয়াকে অবরুদ্ধ শহরগুলি থেকে সরিয়ে নেওয়া হয়েছে৷ সুমি, খারকিভ, মারিউপোলে নাগরিকদের সুবিধার্থে মানবিক করিডোর খোলার জন্য রাশিয়াকে অবিলম্বে গোলাগুলি বন্ধ করতে হবে, মন্তব্য ইউক্রেনের বিদেশমন্ত্রকের।