Thursday, August 14, 2025
Homeবিনোদনপিছিয়ে গেল অর্জুন-জন এর ছবি

পিছিয়ে গেল অর্জুন-জন এর ছবি

Follow Us :

অর্জুন কাপুর ও জন আব্রাহাম জুটিকে বড় পর্দায় দেখতে কিছুটা অপেক্ষা করতে হবে। মালায়ালাম অ্যাকশন থ্রিলার ছবি আয়াপ্পানাম কশিয়াম এর হিন্দি রিমেকে একসঙ্গে কাজ করার কথা ছিল এই দুই নায়ককে। পরিচালক জগন শক্তির থেকে জানা গেছে এই ছবির শ্যুটিংয়ের কাজ পিছিয়ে গেছে।

এই ছবিটি বক্স অফিসে দারুণ সফল হয়েছে। এর পরই এই ছবি তেলগু তেও রিমক করা হয়েছে। এখন এই ছবিটি হিন্দি রিমেক করবার কথা ছিল। তবে এখন ছবির শ্যুটিংয়ের কাজ বন্ধ রয়েছে, কারন করনার জন্য শ্যুটিংয়ের তারিখ পরিবর্তন করতে হয়েছে। একটি সূত্র অনুযায়ী জন আব্রাহাম পাঠান এর শ্যুটিংয়ের কাজে ব্যস্ত হয়ে পড়েছে এর পরই অ্যাটাক ছবির শ্যুটিংয়ের জন্য ২০২৩ পর্যন্ত সমস্ত দিন ব্যস্ত থাকবেন অন্য দিকে অর্জুন কাপুর ও এক থা ভিলেন রিটার্ন ও আরও কয়েকটি ছবির কাজ নিয়ে ব্যস্ত ।


তাই আপাতত এই ছবির শ্যুটিংয়ের পিছিয়েগেল। প্রসঙ্গত, জন আব্রাহাম তাঁর স্যোশাল মিডিয়ার জানান আগামী বছর ‘রিপাবলিক ডে ‘ র দিন তাঁর ছবি তেহরান মুক্তি পাবে। তাই দর্শকদের একটু অপেক্ষা করতে হবে অর্জুন ও জন এর ঝুটিকে নিয়ে এই অ্যাকশন প্যাক মালায়ালাম থ্রিলার এর হিন্দি রিমেক দেখার জন্য।

RELATED ARTICLES

Most Popular