বড়পর্দার পর এবার নতুন থ্রিলার সিরিজ নিয়ে ওটিটিতে হাজির পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়।সিরিজের নাম ‘টিকটিকি’।সিরিজের সবথেকে বড় চমক হতে চলেছে এর কাস্টিং।কারণ এই প্রথমবার মুখোমুখি দেখা যাবে কৌশিক গঙ্গোপাধ্যায় ও অনির্বাণ ভট্টাচার্যকে।টলিপাড়ার দুই অন্যতম সেরা অভিনেতার অ্যাক্টিং ড্যুয়েল যে দর্শকদের অন্যতম প্রাপ্তি হতে চলেছে তা বলার অপেক্ষা রাখেনা।সদ্যই মুক্তি পেয়েছে ‘টিকটিকি’-র ট্রেলার। সিরিজের পরতে পরতে যে থাকবে টানটান থ্রিল আর সাসপেন্স সেটা কিন্তু ‘টিকটিকি’-র ট্রেলার দেখলেই বেশ বোঝা যাচ্ছে।আগামী ১৮মার্চথেকেই শুরু হচ্ছে সিরিজের ওটিটি স্ট্রিমিং।