Thursday, August 14, 2025
HomeCurrent NewsRajib Banerjee: ‘‘নিজেই বলেছিলেন হেরে গিয়েছি, কোন মন্ত্রবলে নন্দীগ্রামে জিতেছেন শুভেন্দু?’’, বিস্ফোরক...

Rajib Banerjee: ‘‘নিজেই বলেছিলেন হেরে গিয়েছি, কোন মন্ত্রবলে নন্দীগ্রামে জিতেছেন শুভেন্দু?’’, বিস্ফোরক রাজীব বন্দ্যোপাধ্যায়

Follow Us :

কলকাতা: ফের নন্দীগ্রাম (Nandigram Assembly) বিধানসভার ভোটের ফলাফল নিয়ে তপ্ত রাজ্য রাজনীতি৷ নন্দীগ্রাম ভোটের স্বচ্ছতা নিয়ে শনিবার প্রশ্ন তুললেন ঘর ওয়াপসি করা তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। তাঁর দাবি, ২ মে ভোট গণনার দিন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) নিজেই তাঁকে জানিয়েছিলেন হেরে গিয়েছেন । তারপরও জিতলেন কী করে শুভেন্দু?

শনিবার সাংবাদিক সম্মেলনে এই প্রশ্ন তোলার পাশাপাশি হাওড়ার দাপুটে নেতা নন্দীগ্রামে ফের ভোট করানোর দাবিতে জানান৷ তাঁর স্পষ্ট বক্তব্য, কারচুপি করে ভোটে জিতেছেন শুভেন্দু অধিকারী। রাজীবের কথায়, ‘‘আমিদায়িত্ব নিয়ে বলতে পারি। নন্দীগ্রামের কথা উনি (শুভেন্দু অধিকারী) বার বার বলেন। আমিও সেই সময় ভারতীয় জনতা পার্টিতে ছিলাম। বুকে হাত দিয়ে বলুন তো, নন্দীগ্রামের ভোট কতটা স্বচ্ছ হয়েছে! বাংলার মানুষ জানে, নন্দীগ্রামের ভোট কীভাবে হয়েছে। নন্দীগ্রামের ভোট স্বচ্ছ হয়নি। যেদিন ফলাফল ঘোষণা হয়, তিনি নিজে আমায় বিকেলে ফোন করে বলেছিলেন, নন্দীগ্রামে হেরে গিয়েছেন। তারপর কোন জাদুবলে আবার নন্দীগ্রামে তিনি জিতলেন?’’

এখানেই থামেননি রাজীব বন্দ্যোপাধ্যায়ের আরও দাবি, নন্দীগ্রামের ভোট নিয়ে হাইকোর্টে মামলা হয়েছে৷ আমরা চাই সঠিক বিচার হোক৷ পুনরায় নির্বাচন নাহলে পুনরায় ভোট গণনা হোক। তাহলেই স্পষ্ট হয়ে যাবে ঘটনা।’’

আরও পড়ুন- Jay Prakash Majumdar: অনেক কায়দা করে নন্দীগ্রামে জিততে হয়েছে, বলেছিলেন শুভেন্দু, দাবি জয়প্রকাশের

শুভেন্দুকে আক্রমণ করে রাজীবের আরও বক্তব্য, নিজের কুকীর্তি ঢাকতে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাত থেকে বাঁচতে শুভেন্দু বিজেপিতে যোগ দিয়েছেন। জয়প্রকাশ মজুমদারে কথায়, সেসময় আমি বিজেপিতে ছিলাম। বেশ কিছু বৈঠকে উপস্থিত ছিলাম, যেখানে ঠিক হয়েছিল, শুভেন্দু বিজেপিতে এলে তাঁর বিরুদ্ধে কোনও রকম তদন্ত করবে না কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

RELATED ARTICLES

Most Popular