কলকাতা: রাজ্যের ১০৮টি পুরসভার (108 Civic Bodies) মধ্যে ১০২টিতেই এককভাবে জয়ী হয়েছে তৃণমূল (TMC wins 102 Civic Bodies)৷ এই সব পুরসভাগুলির চেয়ারম্যানদের নাম ঘোষণা করেছে তৃণমূল নেতৃত্ব৷ বিভিন্ন পুরসভাগুলির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সম্ভাব্য নামের তালিকা আগেই কলকাতা টিভি ডিজিটাল এক্সক্লুসিভলি প্রকাশ করে৷ যার মধ্যে ৯৯ শতাংশই মিলে গেছে৷ শুধু মাত্র পূর্ব বর্ধমানের মেমারি ও বর্ধমান পুরসভায় কিছুটা ব্যতিক্রম দেখা গেছে৷
বর্ধমান পুরসভায় চেয়ারম্যান করা হয়েছে পরেশচন্দ্র সরকারকে৷ আর ভাইস চেয়ারম্যান করা হয়েছে মৌসুমি দাসকে৷ যদিও কলকাতা টিভি ডিজিটালে সূত্র মারফত জানতে পেরেছিল, বর্ধমান পুরসভায় শিখা সেনগুপ্তকে চেয়ারম্যান করা হবে৷ আর ভাইস চেয়ারম্যান করা হবে রাসবিহারী হালদারকে৷ তৃণমূল সূত্রের দাবি, শেষ মুহূর্তে নাম বদল হয়৷ একই ভাবে মেমারি পুরসভায় স্বপন কুমার বিষয়ইকে চেয়ারম্যান করা হয়েছে৷ আর সুপ্রীয় সামান্তকে ভাইস চেয়ারম্যান করা হয়েছে৷
এবার পুর নির্বাচনে বর্ধমান পুরসভায় ৩৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বীতা করেন৷ তাঁদের
মধ্যে প্রতিটি আসনেই তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয় লাভ করেন৷ তাঁদের মধ্যে দলনেতা হিসাবে পরেশচন্দ্র সরকারক ও মৌসুমি দাসকে বেছে নেওয়া হয়েছে৷ একই ভাবে মেমারি পুরসভায় ১৬টি ওয়ার্ডের মধ্যে ১৪টি আসনে জয়ী হয় তৃণমূল কংগ্রেস৷ বাকি দুটির মধ্যে একটি কংগ্রেস, অন্যটিতে সিপিএম জয়ী হয়৷
আরও পড়ুন-Nargis Parveen TMC Joins: মমতার উন্নয়নে শামিল হতে চাওয়া সাসপেন্ডেড নার্গিস তৃণমূলে
মঙ্গলবার জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জয়টি পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের নামের তালিকা ঘোষণা করেন৷ সেই অনুযায়ী কে কোন পুরসভায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান হলেন-
কাটোয়া পুরসভা চেয়ারম্যান সমীর চন্দ্র সাহা৷ ভাইস চেয়ারম্যান লক্ষিন্দর মণ্ডল৷ দাঁইহাট পুরসভায় চেয়ারম্যান শিশির কুমার মণ্ডল আর ভাইস চেয়ারম্যান অজিত কুমার ব্যানার্জি৷ মেমারি পুরসভায় চেয়ারম্যান স্বপন বিষয়ই। ভাইস চেয়ারম্যান সুপ্রীয় সামন্ত৷ কালনা পুরসভায় চেয়ারম্যান আনন্দ দত্ত। ভাইস চেয়ারম্যান তপন পোড়েল৷ গুসকরা পুরসভায় চেয়ারম্যান কুশল মুখার্জি, ভাইস চেয়ারম্যান বেলি বেগম।