skip to content

skip to content
HomeCurrent NewsShatrughan Sinha: শত্রুঘ্ন সিনহার মনোনয়নপত্রে একাধিক অসঙ্গতি-ত্রুটি, দাখিলে দেরি

Shatrughan Sinha: শত্রুঘ্ন সিনহার মনোনয়নপত্রে একাধিক অসঙ্গতি-ত্রুটি, দাখিলে দেরি

Follow Us :

আসানসোল: শুরুতেই বিঘ্ন। ঘটা করে মনোনয়ন জমা দিতে গিয়েও ফর্ম ফিলআপে একাধিক ত্রুটি-বিচ্যুতি থাকায় ফাঁপরে পড়লেন আসানসোল লোকসভা উপনির্বাচনের (West Bengal By Elections 2022) তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। জেলাশাসকের দফতরে মনোনয়ন পত্র দাখিল করতে গিয়ে শেষ মুহূর্তে বেশ কয়েকটি ভুল ধরা পড়ে। দলীয় সূত্রে জানা গিয়েছে, প্রার্থীর ফর্মে (Shatrughan Sinha) বেশ কয়েকটি অংশ পূরণ করা ছিল না। প্রামাণ্য বেশ কিছু নথির প্রতিলিপিও ছিল না। তড়িঘড়ি সেগুলি সম্পূর্ণ করে মনোনয়ন পত্র নির্ভুল করার জরুরি চেষ্টা চলছে।

সোমবার ঢাকঢোল পিঠিয়ে, মিছিল করে মনোনয়ন দাখিল করতে আসেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। সকাল থেকে শহরের তৃণমূল কর্মীদের মধ্যে এ নিয়ে ব্যাপক উন্মাদনা ছিল। লোকজন নিয়ে প্রার্থী মনোনয়ন পত্র (Shatrughna Sinha nomination paper) দাখিল করার দফতরেও পৌঁছে যান বেলা ১১ টা বেজে ২ মিনিট নাগাদ। কিন্তু অসম্পূর্ণ ফর্মের কারণে দুপুর ১টা পর্যন্ত মনোনয়ন পত্র দাখিল করা সম্ভব হয়নি। প্রশাসনিক নিয়ম অনুযায়ী দুপুর ৩টের মধ্যে মনোনয়ন জমা দেওয়ার শেষ সময়। এই অবস্থায় তাড়াহুড়ো করে কাজ চালাচ্ছেন তৃণমূল কর্মী ও প্রার্থীর আইনজীবীরা।

আরও পড়ুন: Shatrughan Sinha: দিদির প্রতি কৃতজ্ঞ শত্রুঘ্ন-ঘরনি, প্রচারে আসতে পারেন সোনাক্ষীও

RELATED ARTICLES

Most Popular