Saturday, August 16, 2025
HomeCurrent NewsMamata Banerjee: জিটিএ-পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে পাহাড়ে মমতা

Mamata Banerjee: জিটিএ-পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে পাহাড়ে মমতা

Follow Us :

দার্জিলিং: ৩ দিনের উত্তরবঙ্গ সফরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।তাঁর এই সফর ঘিরে পাহাড়ের রাজনীতিতে (Darjeeling politics) শোরগোল পড়ে গিয়েছে। সামনেই জিটিএ (GTA Election) নির্বাচন। আর এই নির্বাচনের আগেই সম্ভবত হাত মেলাতে চলেছেন বিমল, বিনয় ও অনিতা  থাপারা।একদা পাহাড়ের সুপ্রিমো বিমল গুরুং বা বিনয় তামাং বা অনিতা থাপারা গত দার্জিলিং পুরসভা নির্বাচনে একক ভাবে নিজেদের অস্তিত্ব দেখাতে গেলেও, দার্জিলিং পুরসভার নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর তাঁরা বুঝে গিয়েছেন এককভাবে লড়াই সম্ভব নয়।

পাহাড়ের রাজিনীতিতে বিমল গুরুংয়ের ভাল প্রভাব থাকলেও ২০১৯ লোকসভা নির্বাচন এবং দার্জিলিং বিধানসভা উপনির্বাচনে বিজেপি জয়ী হয়। অবশ্য পাহাড়ে এই সময়কালে বিমল গুরুং অজ্ঞতাবাসে ছিলেন।২০২০ সালে পাহাড়ে রক্ত ঝড়ানো আন্দোলনের পর  বিমল গুরুং তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে পাহাড়ে ফিরে আসেন।
২০২১ বিধানসভার ফলও বিমল গুরুংয়ের পক্ষে যায়নি। সে সময় অনিতা থাপাও বিমল গুরুংয়ের সঙ্গে হাত মেলাতে রাজি হননি। তবে বিমল গুরুং অনিত থাপা এবং বিনয় তামাং জিটিএ (Gorkhaland Territorial Administration) নির্বাচনের আগে যে একসঙ্গে নির্বাচনগুলোতে লড়তে চায় তার ইঙ্গিত কিন্তু ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে। অপরদিকে, পাহাড়ের নবগঠিত অজয় এডওয়ার্ডের হামরো পার্টি দিনে দিনে পাহাড়ের মানুষের আস্থাভাজন হয়ে উঠছে।এইসব কথা আচ করেই একদা পাহাড়ের তিন শক্তি একসঙ্গে বসার প্রস্তুতি নিচ্ছে।

রবিবার শিলিগুড়ির কাছে গোসাইপুরে মুখ্যমন্ত্রী তাঁর ভাষণের জানান, তিনি পাহাড়ে অনেকগুলো কাজ নিয়ে যাচ্ছেন। তার মধ্যে অন্যতম জিটিএর নির্বাচন নিয়ে আলোচনা করা। তিনি আরও জানান যে, তাঁর ইচ্ছা আগামী মে-জুন মাসে পাহাড়ে জিটিএ নির্বাচন সম্পূর্ণ করা। এছাড়া পঞ্চায়েতের নির্বাচন তো আছেই।

আরও পড়ুন Mamata Fuel Price: উত্তরপ্রদেশ জয়ের পুরস্কার দিচ্ছে বিজেপি, দাম বাড়ছে তেল-ওষুধের, কটাক্ষ মমতার

সুতরাং, রবিবারের এই সভায় যে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী, তাতে একটা কথা পরিষ্কার যে মুখ্যমন্ত্রীর নজর রয়েছে পাহাড়ের জিটিএ, পঞ্চায়েত বা পাহাড়ের বাকি তিনটে পুরসভার নির্বাচনের দিকে। দার্জিলিং পুরসভা নির্বাচনে তৃণমূল এককভাবে কয়েকটি আসনে লড়লেও আশানুরূপ ফল পায়নি। সেক্ষেত্রে পাহাড়ের আসন্ন নির্বাচন গুলোতে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিমল গুরুং বা অনিত থাপারা কি আদৌ তৃনমূল কংগ্রেসের সাথে হাত মেলাবে কিনা সেটাই এখন দেখার।

আরও পড়ুন Mamata Banerjee: গন্ডগোলের আভাস পেলেই পুলিসকে জানান: মমতা

মুখ্যমন্ত্রী পাহাড়ে আসলেই পাহাড়ের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে আসেন।সেখানকার মানুষদের  উন্নয়নের স্বার্থে যথাসাধ্য সাহায্য করেন। সেক্ষেত্রে এবার সবচেয়ে আলোচিত পার্টির প্রধান অজয় অ্যাডওয়ার্ড মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসেন কি না সেটাই দেখার। সোমবার মুখ্যমন্ত্রীর কোন সরকারি অনুষ্ঠান নেই। মঙ্গলবারে তিনি জিটিএর এক অনুষ্ঠানে যোগ দেবেন।মঙ্গলবার দার্জিলিং এর ম্যালে জিটিএর সভা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী পাহাড়বাসীর প্রতি কী বার্তা দেবেন সেই দিকেই তাকিয়ে আছে গোটা পাহাড়ের রাজনৈতিক মহল।

 

 

 

 

 

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Narendra Modi | Independence Day | স্বাধীনতা দিবসে ‘দিওয়ালি’ উপহার ঘোষণা প্রধানমন্ত্রীর
02:37:27
Video thumbnail
Mamata Banerjee LIVE | স্বাধীনতা দিবসে রেড রোডে মুখ্যমন্ত্রী, দেখুন সরাসরি
01:23:26
Video thumbnail
Narendra Modi LIVE | স্বাধীনতা দিবসে দেশবাসীকে বড় বার্তা প্রধানমন্ত্রীর
01:02:40
Video thumbnail
Abhishek Banerjee | ডায়মন্ড হারবার নিয়ে অনুরাগ ঠাকুরের অভিযোগের পাল্টা দিলেন অভিষেক
02:09:10
Video thumbnail
Trump-Russia | প্রস্তাব না মানলে ভ/য়ানক পরিণতি, রাশিয়াকে হু/ম/কি ট্রাম্পের, কী করবেন পুতিন?
01:52:00
Video thumbnail
Politics | জানতে ক্ষুদে পড়ুয়াদের হাল, মুখ্যমন্ত্রী গেলেন হাসপাতাল
05:06
Video thumbnail
Politics | নি/র্যা/তিতার মূর্তি নিয়ে এবার, গোলমালে জুনিয়র ডাক্তার
04:40
Video thumbnail
Politics | মোদি করে টলমল RSS মাপছে জল?
04:59
Video thumbnail
Politics | দেশবাসীকে উপহার এখন স্বাধীনতা দিবসে মোদির ভাষণ
04:34
Video thumbnail
Politics | বাঙালি ভোলে যদি? বাংলা নিয়ে প্রশংসায় মোদি
06:27