Sunday, August 3, 2025
HomeCurrent NewsCorona Pandemic: মহারাষ্ট্রে মাস্ক বাধ্যতামূলক নয়, ঘোষণা উদ্ধবের

Corona Pandemic: মহারাষ্ট্রে মাস্ক বাধ্যতামূলক নয়, ঘোষণা উদ্ধবের

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: মাস্ক আর বাধ্যতামূলক নয় মহারাষ্ট্রে। মাস্ক না পড়লে কোনও শাস্তির মুখে পড়তে হবে না মানুষকে, এমনটাই ঘোষণা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের।

মহারাষ্ট্র সরকারের তরফে জানানো হয়েছে, আগামী ২ তারিখ থেকে মহারাষ্ট্র থেকে উঠে যাচ্ছে সমস্ত করোনাবিধি। গণপরিবহণ ব্যবহার থেকে মল, থিয়েটার অন্য কোনও সামাজিক অনুষ্ঠানে দুটি ভ্যাকসিন এখন থেকে বাধ্যতামূলক থাকছে না। কড়াকড়ি থাকছে না মাস্ক ব্যবহারের ক্ষেত্রেও।

কিছুদিন আগেই কেন্দ্রীয় সরকার সমস্ত রাজ্যকে করোনার বিধিনিষেধ তুলে নিতে আবেদন জানায়। কেন্দ্রের পরামর্শ, ৩১ মার্চের পর থেকে সমস্ত রাজ্য থেকে করোনা সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার করা হোক। সেই আবেদনে সাড়া দিয়ে পশ্চিমবঙ্গে করোনাবিধি আইন তুলে নেওয়া হয়। রাজধানীত দিল্লিতেও মাস্কবিহীনদের জরিমানা করার ব্যবস্থাও উঠিয়ে দেওয়া হয়েছে। এবার মহারাষ্ট্রেও মাস্ক পরা আর বাধ্যতামূলক নয় বলে ঘোষণা করা হল।

আরও পড়ুন: Commercial LPG Price Hike: একলাফে ২৫০ টাকা বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম

উল্লেখ্য, দেশে করোনায় সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মহারাষ্ট্র। মুম্বইয়ের ধারাভিতেই করোনা আক্রান্ত হয়েছিল হাজার হাজার মানুষ। তবে এখন করোনা আক্রান্তের সংখ্যা অনেকটাই কম দেশে। তাই দিল্লি, পশ্চিমবঙ্গের মতো মহারাষ্ট্রেও করোনা সংক্রান্ত বিধিনিষেধ প্রত্য়াহার করে নেওয়া হল।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39