Sunday, August 3, 2025
HomeCurrent NewsBengal Child Rape Case: বাগান থেকে শিশুকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ, গ্রেফতার...

Bengal Child Rape Case: বাগান থেকে শিশুকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ, গ্রেফতার অষ্টম শ্রেণির ছাত্র

Follow Us :

মালদহ: আপন মনে বাড়ির বাগানে খেলছিল শিশুটি (Child Rape case)। দুপুর গড়িয়ে বিকেল হতেই শোরগোল পড়ে যায় এলাকায়। জানা যায়, শিশুটিকে ধর্ষণ (Bengal Child Rape Case) করে পাশের একটি ফাঁকা জায়গায় ফেলে গিয়েছে অভিযুক্ত।লোকলজ্জার ভয়ে সত্যিটা গোপন করে যান শিশুটির মা। পরে প্রতিবেশীর পরামর্শে রবিবার সত্যিটা  জানান নির্যাতিতার মা। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার অষ্টম শ্রেণির ছাত্র।

পুলিস জানিয়েছে, মানিকচক থানার এলাকায় ঘটনাটি ঘটেছে। গত ২৭ মার্চ।শিশুটির বয়স সাড়ে চার বছর।পরিবারের অভিযোগ, শিশুকন্যাকে ধর্ষণ করেছে অষ্টম শ্রেণীর এক ছাত্র। শিশুটিকে মেডিকেল পরীক্ষার জন্যে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।ঘটনার তদন্ত শুরু হয়েছে।

পরিবারের অভিযোগ, গত রবিবার দুপুর নাগাদ বাড়ির আম বাগানে খেলা করছিল শিশুটি। সেই সময় জোর করে তাকে একটি ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করা হয়।পরে শিশুটিকে বাগানে ফেলে রেখে পালিয়ে আসে নাবালক। পরে মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করলে, পাশের একটি খালি জায়গায় খুঁজে পাওয়া যায়।

আরও পড়ুন Fuel Price Hike TMC: জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে বজবজে বিক্ষোভ তৃণমূলের

নির্যাতিতার মা জানিয়েছেন, মেয়েকে বাড়িতে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করলে সম্পূর্ণ ঘটনা জানায় শিশুকন্যা। কিন্তু বাড়িতে স্বামী না থাকায় এবং লোকলজ্জার ভয়ে প্রথমে জানানো হয়নি। তারপর প্রতিবেশীর পরামর্শে রবিবার সকালে সবটা জানানো হয়। মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন শিশুটির মা। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামতেই অভিযুক্ত অষ্টম শ্রেণীর ঐ ছাত্রকে গ্রেফতার করে পুলিস।

আরও পড়ুন Petrol Diesel Prices Hike: ফের দামবৃদ্ধি জ্বালানির, ১৩ দিনে ১১ বার

 

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39