Sunday, August 17, 2025
HomeCurrent NewsAnubrata Mandal at SSKM : এসএসকেএমে ভর্তি অনুব্রত, গঠিত হল আট সদস্যের...

Anubrata Mandal at SSKM : এসএসকেএমে ভর্তি অনুব্রত, গঠিত হল আট সদস্যের মেডিক্যাল বোর্ড

Follow Us :

কলকাতা : স্বাস্থ্য পরীক্ষার পর এসএসকেএমে ভর্তি হলেন অনুব্রত মণ্ডল ৷ গরুপাচার-কাণ্ডে এর আগে চারবার সিবিআই’য়ের হাজিরা এড়ালেও এদিন নিজাম প্যালেসে তৃণমূলের বীরভূম জেলা সভাপতির হাজির হওয়ার বিষয়টি একপ্রকার নিশ্চিত ছিল ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হওয়ার আগেই বীরভূম থেকে চিনার পার্কের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন ৷ কিন্তু শেষ মুহূর্তে গল্পে টুইস্ট ৷ অনুব্রতর আইনজীবীরা বলছেন নিজাম প্যালেসে যাওয়ার পথে হঠাৎই অসুস্থতা বোধ করেন অনুব্রত মণ্ডল। এরপর নিজাম প্যালেস নয়, কেষ্ট পৌঁছন এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে ৷

হাসপাতালে পৌঁছনোর সময় ছিলেন অনুব্রতর বুকে ব্যথা ছিল, শ্বাসকষ্টও হচ্ছিল ৷ এরপর টানা তিন ঘণ্টা ধরে পরীক্ষা-নিরীক্ষার পর অবশেষে দুপুর ২টো নাগাদ হাসপাতাল তরফ থেকে জানিয়ে দেওয়া হয় ভর্তি নেওয়া হয়েছে অনুব্রতকে ৷ পাঁচ জন চিকিৎসকের একটি দল তাঁকে দফায়-দফায় পরীক্ষা করেন ৷ ভর্তি নেওয়ার কারণ হিসেবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অনুব্রত মণ্ডলের ইসিজিতে সমস্যা দেখা গিয়েছে ৷ পাশাপাশি তাঁর একটি পুরনো ক্ষততে সংক্রমণ ছড়িয়েছে ৷ শ্বাসকষ্টজনিত অসুবিধার কারণে বীরভূমের দোর্দন্ডপ্রতাপ নেতাকে অক্সিজেনও দেওয়া হচ্ছে ৷ কোমর্বিডিটির কারণে অনুব্রতর সুগার এবং প্রেসারও নিয়ন্ত্রণের বাইরে বলে জানিয়েছেন চিকিৎসকেরা ৷

চিকিৎসক সরোজ মণ্ডলের নেতৃত্বাধীন আট সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে ৷ এই মেডিকেল বোর্ডই আপাতত অনুব্রতর চিকিৎসার দায়িত্বে ৷ এর মধ্যে চেস্ট, মেডিসিন, কার্ডিওলজি, নিউরোলজি বিভিন্ন বিভাগের চিকিৎসকরা রয়েছেন।

বুধবার পঞ্চমবারের জন্য অনুব্রতকে সিবিআই দফতরে তলব করা হয়েছিল। ২০২১ সাল থেকে এর আগে তাঁকে চারবার তলব করে সিবিআই। কিন্তু কখনও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে, আবার কখনও দলীয় কাজে ব্যস্ততার অজুহাতে তিনি হাজিরা এড়িয়ে যান। গ্রেফতারির আশঙ্কায় তিনি হাইকোর্টের কাছে রক্ষাকবচও চান। প্রথমে আদালত তাঁকে সেই রক্ষাকবচ দেয়। পরে হাইকোর্টের একক বেঞ্চ রক্ষাকবচ তুলে নেয়। অনুব্রত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আবেদন করেন। ডিভিশন বেঞ্চও আবেদন খারিজ করে দেয়। তারপরই সিবিআই গত ২ মার্চ নোটিস পাঠিয়ে অনুব্রতকে বুধবার হাজিরার নির্দেশ দেয়।

আরও পড়ুন : Anubrata Mandal: সিবিআই দফতরে নয়, এসএসকেএম হাসপাতালে অনুব্রত

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
বাংলা বলছে (Bangla Bolche) | SIR-ই কি মোদির 'মিশন ডেমোগ্রাফি' ?
49:11
Video thumbnail
Narendra Modi | BJP | বাংলাভাষায় ব্যাকফুটে বিজেপি, সামাল দিচ্ছেন মোদি! কী প্রতিক্রিয়া তৃণমূলের?
03:01:11
Video thumbnail
Kunal Ghosh | অভয়ার মূর্তি নিয়ে কুণাল ঘোষের মন্তব্যে তীব্র জল্পনা, কী জানালেন ডা. অনিকেত মাহাত?
03:07:45
Video thumbnail
Politics | ভোটের মুখেই বেঙ্গল ফাইলস, ধর্মের সুড়সুড়ি না কি ভাই?
05:52
Video thumbnail
Howrah | Janmashtami | জন্মাষ্টমীর রাতে ‘তাসের দেশ’, এই অনুষ্ঠান মন ভালো করবে আপনারও
02:36
Video thumbnail
Politics | বাদ পড়ল সংখ্যালঘু ভোটার, কোনখানে দাঁড়িয়ে বিহার?
04:44
Video thumbnail
Politics | বিজেপি বো/মা বলল বাজিকে! এইভাবে ভোটে ছিঁড়বে কি শিকে?
04:51
Video thumbnail
Politics | মহাত্মা গান্ধীর মাথায়, সাভারকরকে কারা বসায়!
05:07
Video thumbnail
Politics | বিজেপির নয়া সিলেবাসে দেশভাগের দায় কংগ্রেসের
05:44
Video thumbnail
Politics | তিন বছর পরে ফের ভোট গণনায় জয়ী এইবারে
05:36