Sunday, August 3, 2025
Homeজেলার খবরViswa Bharati: মুখ্যমন্ত্রী চোখ নয়, কান দিয়ে দেখেন: মমতাকে তোপ বিশ্বভারতী উপাচার্যের

Viswa Bharati: মুখ্যমন্ত্রী চোখ নয়, কান দিয়ে দেখেন: মমতাকে তোপ বিশ্বভারতী উপাচার্যের

Follow Us :

শান্তিনিকেতন: কেন্দ্রের অধীনে থাকা বিশ্বভারতীর উপাচার্যকে কেন গ্রেফতার করা হল না, কয়েকদিন আগে এই প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রায় একসপ্তাহ পর মমতার মন্তব্যের জবাব দিলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী৷ এককথায় বলেন, মুখ্যমন্ত্রী দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেছেন৷

ছাত্র বিক্ষোভের জেরাবার বিশ্বভারতী৷ কর্তৃপক্ষের অভিযোগ, ছাত্র বিক্ষোভের নামে গুন্ডামি হয়৷ বীরভূম জেলা প্রশাসনকে জানিয়ে কোনও সদুত্তর পাওয়া যায় না৷ আন্দোলনের নামে আধিকারিক, কর্মীদের তালাবন্দি করে রাখে পড়ুয়ারা৷ সম্প্রতি বিশ্বভারতীর দেওয়া পাঁচিল ভেঙে গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় জেলা প্রশাসন কোনও হস্তক্ষেপ করেনি বলে উষ্মা প্রকাশ করেছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ৷ তবে আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহম্মদ আলিকে হেনস্তা করার পর ছাত্র নেতা গিয়াসউদ্দিন মণ্ডলের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ায় রাজ্য সরকারের প্রশংসা করেছিল বিশ্বভারতী৷

এই প্রশংসার পরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক মন্তব্যে বিশ্বভারতী নিয়ে রাজ্য কেন্দ্র সংঘাত শুরু হয়ে যায়৷ বিশ্বভারতীর ক্ষেত্রে কেন্দ্র কেন কোনও পদক্ষেপ করছে না, প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, ‘বিশ্বভারতীতে যা হচ্ছে দেখুন। সেখানে কেন্দ্র কোনও পদক্ষেপ করল না কেন? কাউকে গ্রেফতার করা হয়েছে? ভিসি-কে গ্রেফতার করা হয়েছে?’ ভিসি বিদ্যুত চক্রবর্তীর নাম না করে মমতার আরও অভিযোগ, ‘ভদ্রলোক যা করছেন, সেখানে কোনও অ্যাকশন নেওয়া হল না কেন? অথচ, কটু কথা বলার জন্যই আলিয়ার ছাত্র নেতাকে গ্রেফতার করা হয়েছে৷’

আরও পড়ুন: Howrah Hospital: বিনা চিকিৎসায় প্রবীণের মৃত্যুর অভিযোগে হাসপাতালের তিন চিকিৎসককে মারধর ছেলের

যার প্রেক্ষিতে দূরদর্শনকে দেওয়া সাক্ষাৎকারে উপাচার্য বলেন, ‘ মুখ্যমন্ত্রী চোখ দিয়ে দেখেন না৷ কান দিয়ে দেখেন৷ মুখ্যমন্ত্রী দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেছেন৷ বিশ্বভারতীকে দেওয়া রাস্তা ফিরিয়ে নিয়ে বিশ্বভারতীর ক্ষতি করছে৷ ইতিহাস কোনওদিন ক্ষমা করবে না৷’ নাম না করে অমর্ত্য সেনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উপাচার্যের৷

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39