কলকাতা: আচমকাই পদত্যাগ করলেন কলকাতা হাইকোর্টের অ্যাডিশনাল সলিসিটর জেনারেল ওয়াই জে দস্তুর। সোমবার সন্ধেয় কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরণ রিজিজুর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। তবে, তাতে ইস্তফার কোনও কারণ দস্তুর জানাননি। আইনজীবী মহলের একাংশের অভিযোগ, হাইকোর্টে কেন্দ্রীয় সরকারের আইনজীবীদের যে প্যানেল থাকে, তাতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সুপারিশ করা অনেকে নাম রয়েছ। মূলত সেই প্যানেল নিয়েই দস্তুরের আপত্তি।
সম্প্রতি বগটুই গ্রামে তৃণমূলের উপপ্রধান ভাদু শেখ খুনের ঘটনায় সিবিআই তদন্ত হবে কি হবে না, তা নিয়ে কেন্দ্রীয় আইনজীবীদের মধ্যে হাইকোর্টে মতবিরোধ দেখা দিয়েছিল। অ্যাসিস্ট্যান্ট সলিসিটর জেনারেল তথা সিবিআই আইনজীবী বিল্বদল ভট্টাচার্য শুনানি চলাকালীন জানিয়েছিলেন, হাইকোর্ট নির্দেশ দিলেই সিবিআই ভাদু খুনের তদন্তের দায়িত্ব নিতে পারে কিন্তু ওয়াই জে দস্তুরের বক্তব্য ছিল, সিবিআই এখন এই তদন্তের দায়িত্ব নিতে পারবে না।
কলকাতা টিভি ডিজিটাল কেন্দ্রের দুই আইনজীবীর মতপার্থক্য নিয়ে সংবাদও প্রকাশ করেছিল। তবে, হাইকোর্টের আইনজীবী মহল একেবারেই আঁচ করতে পারেননি যে, দস্তুর ইস্তফা দেবেন। যদিও হাইকোর্টের আইনজীবী মহলের একটি অংশ বলছে, বেশ কিছুদিন ধরেই ওয়াই জে দস্তুর ঘনিষ্ঠ মহলে ‘আর পারা যাচ্ছে না’ বলে আক্ষেপ করেছিলেন।
আরও পড়ুন- Jagdeep Dhankhar: হাঁসখালির ধর্ষণ নিয়ে মুখ্যসচিবের কাছে রিপোর্ট তলব রাজ্যপালের