Sunday, August 3, 2025
HomeCurrent NewsNew Town: পনের দাবিতে স্ত্রীকে হত্যার চেষ্টা, গ্রেফতার স্বামী

New Town: পনের দাবিতে স্ত্রীকে হত্যার চেষ্টা, গ্রেফতার স্বামী

Follow Us :

নিউটাউন: নিউটাউনে পনের দাবিতে স্ত্রীকে হত্যার চেষ্টায় অভিযুক্ত স্বামী এবং দেওরকে আদালতে তোলা হয় রবিবার। অভিযুক্তদের পাঁচ দিনের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় বিধাননগর মহিলা থানার পুলিস।

নিউটাউনের বাসিন্দা ওই মহিলার অভিযোগ, ২০১৯ সালে গৌরাঙ্গনগরের বাসিন্দা তণ্ময় দাসের সঙ্গে বিয়ে হয় তাঁর। বিয়ের পর থেকেই পনের টাকার জন্য তার উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাতে থাকে স্বামী। শুধু স্বামী নয়, শ্বশুর-শাশুড়ি, দেওর প্রত্যেকেই পনের জন্য নিয়মিত আক্রমণ করতে থাকে তার উপর। কিছুদিনের মধ্যেই এক সন্তান জন্ম দেন ওই মহিলা। তারপরও অত্যাচার থামেনি।

বাধ্য হয়ে জানুয়ারি মাসে বাবার বাড়ি চলে আসেন ওই মহিলা। তিন মাস পর তাঁর বাবার বাড়িতে চড়াও হয় স্বামী তণ্ময় এবং দেওর জয় দাস। সেই সময় বাড়িতে কেউ ছিল না। দরজা খুলতেই ওই মহিলার উপর চড়াও হয় তারা। গলা টিপে খুন করার চেষ্টা করে।

আরও পড়ুন: Deganga Power Grid: মেলেনি ক্ষতিপূরণ, দেগঙ্গায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ পাওয়ার গ্রিডের কাজ

মহিলার চেঁচামেচিতে পাশের বাড়ি থেকে এক পরিচিত বাঁচাতে এলে তার উপর চড়াও হয় দুজন। লোহার রড দিয়ে ওই ব্যক্তিকে মারধর করে তারা। পা ভেঙে যায় ওই ব্যক্তির। এরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুজন। অবশেষে বিধাননগর মহিলা থানার দারস্ত হন ওই মহিলা। মহিলার অভিযোগের ভিত্তিতে গতকাল রাতে নিউটাউন থেকে অভিযুক্ত তন্ময় এবং জয়কে গ্রেফতার করে বিধাননগর মহিলা থানার পুলিস। আজ অভিযুক্তদের বিধাননগর আদালতে তোলা হয়। তাদের ৫ দিনের জন্যে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় মহিলা থানার পুলিস।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39