কলকাতা টিভি ওয়েব ডেস্ক: ইউক্রেনে রুশ হামলার ফলে আন্তর্জাতিক বাজারে গমের দাম (Wheat prices Hike) আকাশছোঁয়া।এই অবস্থায় ভারত সরকার গম (Wheat) রফতানিতে মন দিয়েছে।তাড়াহুড়ো করে গম রফতানির চেষ্টা চলছে। কিন্তু তাতে দেশের কৃষকদের উপকারে লাগছে না। মুনাফার মধু খাচ্ছে আদানিরা (Adani Group )। এই ভাষাতেই দেশের গম চাষিদের দুরবস্থার কথা তুলে ধরল সিপিএম CPI (M)।
সম্প্রতি মিশর ভারতকে গম সরবরাহ করবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় বাণিজ্য, খাদ্য ও খাদ্য বণ্টন মন্ত্রী পীযূষ গোয়েল। তিনি বলেন যে, ভারত এই বছর ১০০ থেকে ১৫০ লক্ষ টন গম রফতানি করতে পারে। যা সদ্য সমাপ্ত অর্থবছরে ৭০ থেকে ৭৩ লক্ষ টন ছিল। দুই বছর আগে পর্যন্ত ভারতের সামগ্রিক গম রফতানি ছিল দুই লাখ টন। মিশর থেকে এক অনুমোদনের বিবৃতি দিয়ে এ কথা জানানো হয়।
এ প্রসঙ্গে সি পি এমের মূল্যায়ন হচ্ছে কেন্দ্রীয় সরকারের এই নীতিতে বেঁচে বর্তে থাকবে আদানিদের মতো বৃহৎ পুঁজিপতি শক্তি। অন্যদিকে মাঠেই মৃত্যু ঘটবে গরিব কৃষকদের। কারণ সরকার নীতি নিয়েছে আদানিদের হাতেই খেত থেকে সরাসরি ফসল তুলে দেওয়া হবে। সেক্ষেত্রে তাঁদের নির্ধারিত দামেই ফসল বেচতে বাধ্য হবেন কৃষকরা। অপরপক্ষে, রফতানির লাভের কড়ি গুনবে আদানি গোষ্ঠী।
Wheat prices shoot up in international markets due to #UkraineWar. India rushes to export wheat but the farmers dont benefit, Adani does.
BJP Govt had directed direct delivery of wheat crop to Adani Group silos in anticipation of these exports.
Adani makes a killing,Farmers lose! https://t.co/m3rRpNO4gT— CPI (M) (@cpimspeak) April 18, 2022
আরও পড়ুন Ashish Mishra: লখিমপুরকাণ্ডে আশিস মিশ্রের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ সুপ্রিম কোর্টের
এই মুহূর্তে বিশ্বের অন্তত ৩৬টি দেশ ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে সরাসরিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।কারণ ওই ৩৬টি দেশ তাদের গমের চাহিদার অর্ধেকই রাশিয়া এবং ইউক্রেন থেকে আমদানি করে।
প্রসঙ্গত, বিশ্বে বৃহত্তম গম উৎপাদনকারী দেশ রাশিয়া। রাশিয়া থেকে আমদানি নিষিদ্ধ করায় অনেক দেশে রুটির দাম বেড়ে গেছে। তুরস্কে সরবরাহে ঘাটতি দেখা গিয়েছে। ইউক্রেন সারা বিশ্বে প্রথম পাঁচটি গম উৎপাদনকারী দেশের তালিকায় রয়েছে, কিন্তু যুদ্ধের ফলে কৃষ্ণসাগর সংলগ্ন বন্দর দিয়ে শস্য আমদানি করা তাদের পক্ষে প্রায় অসম্ভব। ইউক্রেনে রুশ হামলার পর ইরাকের বাজারে গমের দাম আকাশছোঁয়া।ফলে যত তাড়াতাড়ি সম্ভব ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধ না হলে সংকট ভয়াবহ রূপ নিতে পারে বলেই মত বিশেষজ্ঞদের।
আরও পড়ুন Calcutta High Court: রাজ্যে বাড়ছে ধর্ষণ, ফের মামলা হাইকোর্টে