Friday, August 8, 2025
HomeCurrent News'পেট্রোল কী বাত করুন!' : মমতা

‘পেট্রোল কী বাত করুন!’ : মমতা

Follow Us :

কলকাতা: মমতা বন্ধ্যোপাধ্যায় পেট্রোলের দাম বৃদ্ধি নিয়ে তোপ দাগলেন প্রধানমন্ত্রীকে। নাম না নিয়ে বুধবার কটাক্ষ করে বলেছেন, ‘পেট্রোল কী বাত বলুন, ওসব মন কী বাত –এ হবে না!’ পেট্রোলের দাম লাগামছাড়া। সেঞ্চুরি ছুঁয়েছে জ্বালানি, অথচ মুখে কুলুপ মোদি অমিত শাহের। এই করোনা পরিস্থিতিতে যেখানে মানুষের জীবন চালানো কঠিন হয়ে পড়েছে সেখানে কেন্দ্রীয় সরকারের এই বিষয়ে কোনও ভ্রুক্ষেপই নেই বলে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: বিজেপিকে ভাঙা অত সহজ নয় : দিলীপ

বুধবার ছিল কেন্দ্রীয় সরকারের মন্ত্রীসভার রদবদল। এদিন সেই প্রসঙ্গ টেনেও তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গের জন্য কিছুই দিচ্ছে না কেন্দ্র। পেট্রোল ডিজেলের দাম বাড়লে জিনিসেরও দাম বাড়ছে। সেদিকে কোনও হুঁশ নেই।  শুধু মন্ত্রীসভা বদল করে কী হবে?  বিজেপি বিচ্ছিনতাবাদীদের দল। এরা মানুষের দুঃসময়ে কখনও মানুষের পাশে থাকেনি।’

আরও পড়ুন:   আসানসোলে পাঁচ গোলে হেরেই কি মন্ত্রিসভা থেকে বাবুল আউট

তিনি এদিন আরও বলেন, এই কেন্দ্রীয় সরকারের শুধু একটাই কাজ। ৩৫৬ করে দাও, মামলা ঠুকে দাও।  এই করোনা নিয়ে সারা দেশ ভুগছে সেদিকে ওঁর কোনও খেয়াল নেই। দেশে ভ্যাকসিন নেই। রাজ্যে সরবরাহ হচ্ছে না ঠিক করে। সেসব নিয়ে চিন্তা নেই। থার্ড ওয়েব আসছে ওঁরা কি করছে? এরপরেও মন কী বাত করছে। একটু ডিজেল কী বাত, গ্যাস কী বাত, ভ্যাকসিন কী বাত করুন। তবেই লোকের সুরাহা হবে। তা না করে এসব করে  কোনও লাভ নেই।

RELATED ARTICLES

Most Popular