Thursday, August 14, 2025
Homeবিনোদনফিরল নস্টালজিয়া

ফিরল নস্টালজিয়া

Follow Us :

‘ভুল ভুলাইয়া’-র নস্টালজিয়ায় মজেছেন সিনেপ্রেমীরা।মুক্তি পেয়েছে ‘ভুল ভুলাইয়া ২’-এর টাইটেল ট্র্যাক ভিডিও।আর গানের শুরুতেই সেই পুরনো ছবির স্মৃতিতেই ফিরে গিয়েছেন সকলে।তবে ওটুকুই,কারণ গান জুড়ে অক্ষয় কুমার নন,রয়েছেন কার্তিক আরিয়ান।আর গানটি নতুন ভাবে রিক্রিয়েট করেছেন ওয়ান অ্যান্ড ওনলি তানিষ্ক বাগচি।পুরনো গানটির মতো রিমেকটিও গেয়েছেন নীরজ শ্রীধর।‘ভুল ভুলাইয়া ২’-তে কার্তিক আরিয়ানের সঙ্গে অভিনয় করেছেন,কিয়ারা আডবানি,তব্বু,রাজপাল যাদবরা।ছবির পরিচালক অনীশ বাজমি।আগামী ২০মে মুক্তি পাবে ‘ভুল ভুলাইয়া ২’

চলতি বছরের অন্যতম সেরা ছবি হতে চলেছে হরর কমেডি ফিল্ম ‘ভুল ভুলাইয়া ২’। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার।তারপর থেকেই রীতিমতো তোলপাড় পরে গিয়েছে সোশ্যাল সাইটে।পুরনো ছবির থেকে নতুন ছবিটি যে একেবারে অন্যরকম হতে চলেছে তা ট্রেলার দেখেই বোঝা গিয়েছে।একদল সিনেপ্রেমী বলছেন, অক্ষয় কুমার অভিনীত প্রিয়দর্শনের ‘ভুল ভুলাইয়া’ একটি দুর্দান্ত ছবি হয়েছিল।রিমেকেও খিলাড়িকে লিড রোলে রাখা উচিত ছিল।যদিও সেই দাবি উড়িয়ে দিয়েছে অনেকেই।

তাঁরা বলছেন,সবসময় নস্টালজিয়া না ফিরিয়ে নতুন কিছু ট্রাই করা উচিত।সেই কারণেই রিমেকের জন্য অভিনেতা কার্তিক আরিয়ান ও পরিচালক অনীশ বাজমিকে বেঁছে নিয়েছেন নির্মাতারা।তাঁদের দাবি, কার্তিক নতুন প্রজন্মের তারকা,এবং নিঃসন্দেহে ভাল অভিনেতা।নতুন এই জুটি পুরনো ছবিটির থেকেও আরও ভাল কিছু করবে বলেই মনে করছেন সিনেপ্রেমীরা।বিতর্ক আরও উস্কে দিয়েছে আজকের টাইটেল ট্র্যাক।কার্তিক না অক্ষয়, সেই বিতর্ক তো চলছেই।এবার নতুন বিতর্ক,প্রীতমের সুরে পুরনো টাইটেল ট্র্যাকটি ভাল ছিল,নাকি তানিষ্কের তৈরি এই রিমেক।এই বিষয়ে আপনার কি মতামত?

RELATED ARTICLES

Most Popular