Sunday, August 3, 2025
HomeCurrent NewsTaiwan Earthquake: তাইওয়ানে ভয়াবহ ভূমিকম্প, কেঁপে উঠল সমুদ্র

Taiwan Earthquake: তাইওয়ানে ভয়াবহ ভূমিকম্প, কেঁপে উঠল সমুদ্র

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্কঃ ফের ভূমিকম্প তাইওয়ানে। সোমবার রিখটার স্কেলে ৬.১ মাত্রার ভূমিকম্পে কেপে জাপানের একাংশ।জাপান সরকারের তরফে জানানো হয়েছে,  পূর্ব তাইওয়ান এবং দক্ষিণ-পশ্চিম জাপানের মধ্যে একটি শক্তিশালী ভূমিকম্প হয়েছে। ক্ষণিকের জন্য মৃদু কম্পন দেখা যায় সাগরে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে যে, সুনামির কোনও আশঙ্কা নেই। তাইপেইতে হালকা কম্পন অনুভূত হয়েছে। তবে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।  

সূত্রের খবর, ভূমিকম্পটি তাইওয়ানের প্রায় ১১০ কিলোমিটার পূর্বে অবস্থিত ইয়োনাগুনি দ্বীপের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে প্রথম  অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল ছিল ওকিনাওয়ার ইয়োনাগুনি দ্বীপপুঞ্জের ২০ কিলোমিটার ভিতরে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.১।এর ফলে সমুদ্রের জলস্তরে সামান্য বাড়াতে দেখা যায়। জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, সুনামির কোনও আশঙ্কা নেই।এই দ্বীপপুঞ্জের খুব কাছেই অবস্থান ওকিনাওয়া শহরেরয তীব্রতা বেশি থাকায় দেশের আরও বেশ জায়গায় কম্পন টের পাওয়া গিয়েছে।

জাপানের তাইওয়ান দুটি টেটোনিক প্লেটের মধ্যে থাকায় ভূমিকম্প প্রবণ। ফলে সেখানকার বাড়ি, বহুতলগুলো সেভাবেই তৈরি হওয়ায় বড় কম্পনেও ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা কম থাকে। তা না হলে অন্য যে কোনও দেশে হলে ৬.৬ মাত্রার ভূমিকম্পে বড় ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে।এদিন ভূমিকম্পের সময় তাইওয়ানের রাজধানী তাইপের বেশ কিছু বহুতলকে কাঁপতে দেখা যায়। যদিও তাতে বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

আরও পড়ুন   Shaheenbagh: শাহিনবাগে উচ্ছেদ অভিযানের প্রস্তুতি, বুলডোজারের সামনে বিক্ষোভ স্থানীয়দের

 

 

 

 

 

 

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39