Thursday, August 14, 2025
HomeCurrent NewsBOXING : বিশ্ব সেরা মেয়ে তেলেঙ্গানার নিখাত জারিন

BOXING : বিশ্ব সেরা মেয়ে তেলেঙ্গানার নিখাত জারিন

Follow Us :

মেরি কম বক্সিং গ্লাভস খুলে রাখতেই দেশ পেয়ে গেল এক নুতন বিশ্ব চ্যাম্পিয়নকে। এক পাহাড়ি রাজ্য মণিপুর থেকে চ্যাম্পিয়ন মেলার পর এবার এল তা তেলেঙ্গানা থেকে। ইস্তাম্বুলে চলছে মেয়েদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ। সকলে তাকিয়ে ছিল ৫২ কেজি ফাইনালের দিকে। সার্কিটে ভারতের সাড়া জাগানো নাম নিখাত জারিন। তিনি ফাইনালে নেমেছিলেন থাইল্যান্ডের জুতামাস জিৎপঙ্গের বিপক্ষে। এই থাই অলিম্পিয়ানকে কোনও সুযোগই দিলেন না। ৫-০ ফলাফলে হারিয়ে দিলেন জারিন। তিনি হলেন, পঞ্চম ভারতীয় যিনি বিশ্ব সেরা হলেন।

জুন মাসের আগাম জন্মদিন সেরে ফেললেন জারিন। বিশ্ব সেরা হয়ে। এর আগে, তিনি জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ছিলেন। এশিয়ান পর্যায়ে ব্রোঞ্জ জিতেছিলন।

১২ বছর বয়সে নিজের মেয়ের চোখের তলায় কালশিটে পরে যাওয়াতে মা চিন্তায় ছিলেন, বিয়ে দেওয়ার জন্য ছেলে পাবেন তো? বাবা সৌদি আরবে চাকরি করতেন। ছুটিতে বাড়ি ফিরেই প্রতিবেশীরা নানান অভিযোগ করতো, মেয়েকে নিয়ে। বাকি দুই মেয়েকে নিয়ে এসব শুনতে হতো না। শুধু ছোট জারিনকে নিয়ে শুনতে হতো : ” আপনার মেয়ে, অমুককে মেরেছে। আপনার মেয়ে আমার গাছের পেয়ারা পেড়ে নিয়েছে। আপনার মেয়ে, আমার গাছের আম পেড়ে নিয়েছে।” এসব শুনে বাবা মেয়েকে কাছের মাঠে নিয়ে যেতেন, দৌড়ে দৌড়ে যদি এই জোশ কমে। বাবা নিজে একসময় ক্রিকেট – ফুটবল খেলতেন। কিন্তু সংসারের চাহিদা মেটাতে চাকরি শুরু করতে হয়। মেয়ের অ্যাথলেটিক্স শখ কম, ভেঙে গুঁড়িয়ে দেওয়ার মানসিকতা বেশি। আবার তাই রিংয়ে ঢুকে পড়া। সেই শুরু।

মেয়েদের বক্সিংয়ে ভারতের দাপট বরাবরই। মেরি কম জিতেছিলেন এই খেতাব ৬ বার। শেষবার তিনি আর ভারত সোনার পদক পেয়েছিল ২০১৮ সালে , দিল্লিতে। এছাড়া মেয়েদের বিশ্বসেরার তালিকায় আছেন – সরিতা দেবী, জেনি আর. এল, লেখা কে সি। এবার পাওয়া গেল নুতন চ্যাম্পিয়ন।

এই থাই বক্সারের সঙ্গে শেষবার লড়াই হয়েছিল, ২০১৯ সালের থাইল্যান্ড ওপেনে। সেই সময় জারিন নেমেছিলেন ৫১ কেজিতে। সেমি ফাইনালের সেই ম্যাচ জিতেছিলেন ৪-১ ফলাফলে।

সর্বভারতীয় বক্সিং সংস্থার ( BFI) সভাপতি অজয় সিং নুতন বিশ্ব চ্যাম্পিয়নকে নিয়ে বেজায় গর্বিত। ” বিশ্ব প্রতিযোগিতায়
পদক জেতা মানেই দারুন গর্বের ব্যাপার। এত অল্প বয়সে , সোনার পদক জেতা বিশাল এক কীর্তি। ”

ফাইনাল পৌঁছনোর আগে জারিন একের পর এক হারিয়েছিলেন, মেক্সিকোর ফতিমা হেররেরা-কে, মঙ্গোলিয়ার লুৎসাইখান আল্টান্টসেটসেগকে, ইংল্যান্ডের চারলে ডাভিশন, আর সেমি ফাইনালে হারিয়েছিলেন ব্রাজিলের ক্যারোলিনা দে আলমেইডাকে ৫-০ রাউন্ডে।
এর আগে এই প্রতিযোগিতায় জারিন নেমেছিলেন ৫৪ কেজি বিভাগে। ২০১৬ সালে আস্তানাতে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিলেন।

ভারত এই টুর্নামেন্টে এবার একটি সোনা, দুটি ব্রোঞ্জ পদক জিতে নিয়েছে। ব্রোঞ্জ পেয়েছেন মনীষা মৌন ( ৫৭ কেজি) এবং পারভিন (৬৩ কেজি)।
আর ১২ বছর ধরে এই বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতীয় দল ১০টি সোনা, ৮ টি রূপো আর ২১ টি ব্রোঞ্জ জিতেছে।

ছবি: সৌ টুইটার।

RELATED ARTICLES

Most Popular